সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফুচকা ভালোবাসে না এমন মানুষ খুব কমই আছে। শীত কিংবা বর্ষাকাল, বছরের যেকোনও সময় টকজল দিয়ে ঝাল ঝাল ফুচকা খেতে রীতিমত লাইনে পড়ে যায়। এই দৃশ্যের অন্যথা হয় না তামিলনাড়ুতেও। ফুচকাপ্রেমীদের দৌলতে সেখানকার এক বিক্রেতাই এখন খবরের শিরোনামে। ফুচকা বেচে এক বছরে তিনি আয় করেছেন ৪০ লক্ষ টাকা! এই অর্থ পুরোটাই নাকি তাঁর কাছে জমা পড়েছে অনলাইনে। আর এই কারণেই তাঁকে নোটিস ধরিয়েছে জিএসটি কর্তৃপক্ষ।
জানা গিয়েছে, ২০২৩-২৪ অর্থবর্ষে তামিলনাড়ুর ওই যুবক ফুচকা বেচে আয় করেছেন ৪০ লক্ষ টাকা। অনলাইনে ইউপিআই পেমেন্টে তাঁর এই লেনদেনের হিসাব নজরে পড়তেই প্রশাসনের চোখ কপালে ওঠে। সঙ্গে সঙ্গে তাঁকে নোটিস পাঠায় জিএসটি কর্তৃপক্ষ। কারণ নিয়ম অনুযায়ী, কোনও ব্যবসায়ীর বার্ষিক আয় ৪০ লক্ষ টাকা বা তার বেশি হলে জিএসটি নম্বরে রেজিস্ট্রেশন করতে হয়। এটা বাধ্যতামূলক। অভিযোগ, ওই যুবক এই রেজিস্ট্রেশন করাননি। এদিকে নিয়মে ফাঁকি দিয়ে তাঁর ব্যবসাও চলছে রমরমিয়ে।
এই অভিযোগে গত ১৭ ডিসেম্বর তামিলনাড়ু গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স অ্যাক্ট এবং সেন্ট্রাল জিএসটি অ্যাক্টের ৭০ ধারায় ওই যুবকের কাছে নোটিস পাঠানো হয়। তাঁর কাছে গত ৩ বছরের লেনদেনের হিসাবে চাওয়া হয়েছে। আয় সম্পর্কিত সমস্ত নথি ও ব্যাঙ্কের কাগজপত্র নিয়ে তাঁকে শরীরে হাজিরা দেওয়ার কথা বলা হয়েছে নোটিসে। আর এই নোটিসের ছবিই এখন সোশাল মিডিয়ায় ভাইরাল। অনেকেই এই নির্দেশিকার ছবি পোস্ট দিয়ে নানারকম মন্তব্য করছেন।