সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জল যে দিকে গড়াচ্ছিল তাতে অনেকেই ধারণা করেছিলেন বান্ধবী রিভা স্টিনক্যাম্পকে হত্যার অভিযোগে হয়তো ১৫ বছরের কারাদণ্ডই হতে চলেছে অস্কার পিস্টোরিয়াসের৷ তবে তেমনটা হল না৷ পরিবেশ, পরিস্থিতি, অভিযুক্তর অনুশোচনা ও সংশোধনের মনোভাবকে মাথায় রেখে বুধবার ছ’বছরের কারাবাসের সাজা ঘোষণা করল প্রিটোরিয়ার আদালত৷
২০১৩ সালের ভ্যালেনটাইন্স ডে-তে বান্ধবী রিভার উপর চারবার গুলি চালিয়ে ছিলেন দক্ষিণ আফ্রিকার ব্লেড রানার৷ সেই অপরাধের শাস্তি হিসেবে তাঁর আগেই পাঁচ বছরের জেল হাজতের সাজা হয়েছিল৷ যার মধ্যে এক বছরের সাজা ইতিমধ্যেই কাটিয়ে ফেলেছেন তিনি৷ আইন অনুযায়ী, নয়া শাস্তির অর্ধেকটা তাঁকে জেলেই কাটাতে হবে৷ বাকিটা প্যারোলে মুক্তি পাওয়ার সুযোগ রয়েছে৷ আদালতের এই রায়ের বিরুদ্ধে দু’পক্ষের আইনজীবীই ফের আবেদন জানাতে পারেন৷
কালো রঙের স্যুট পরে এদিন আদালতে বিচারকের রায় মাথা নিচু করে শুনছিলেন প্যারালিম্পিকে ৬ বার সোনাজয়ী অ্যাথলিট৷ বিচারকের রায়ের বিরুদ্ধে কোনও কথা বলেননি তিনি৷ কোর্টরুমে রিভার বাবা-মা ব্যারি ও জুনও উপস্থিত ছিলেন৷ এদিন আদালতের রায় ঘোষণার পরই তাঁকে প্রিটোরিয়ার খোসি মামপুরু জেলে নিয়ে যাওয়া হয়৷
উল্লেখ্য, রিভাকে হত্যা করার দোষ স্বীকার করে নিলেও অস্কার বারবার দাবি করেছিলেন, তিনি তাঁর বান্ধবীকে ইচ্ছা করে খুন করেননি৷ তিনি ভেবেছিলেন তাঁর বাড়িতে বাইরের কেউ ঢুকে পড়েছে৷ নিজের প্রাণ বাঁচাতে ভুলবশত অন্ধকারে রিভার উপর গুলি চালিয়ে দেন তিনি৷ তবে পরে অস্কারের বিরুদ্ধে খুনের অভিযোগই ওঠে৷
The post বান্ধবী খুনে ছ’বছরের কারাদণ্ড হল ব্লেডরানারের appeared first on Sangbad Pratidin.