shono
Advertisement

পরিবর্তনের অস্কারে সেরা ছবি ‘নোমাডল্যান্ড’, আর কারা পেলেন সেরার শিরোপা?

শূন্য হাতেই ফিরতে হল প্রিয়াঙ্কা চোপড়ার 'দ্য হোয়াইট টাইগার'কে।
Posted: 09:04 AM Apr 26, 2021Updated: 01:43 PM Apr 26, 2021

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পরিবর্তনের অস্কার (Oscars2021)। দু’টো ভেন্যুতে এবার সরাসরি অস্কার অনুষ্ঠিত হচ্ছে। শুধুমাত্র ডলবি থিয়েটারে নয়, লস অ্যাঞ্জেলসের ইউনিয়ন স্টেশনেও তা হচ্ছে। যে দর্শকরা উপস্থিত হয়েছিলেন, তাঁদের প্রত্যেকের করোনা পরীক্ষা করা হয়েছে।  উপস্থিত তারকা ও সঞ্চালকরাও কোভিড নেগেটিভ রিপোর্ট নিয়ে অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের অংশ হয়েছেন। 

Advertisement

সব অর্থেই এবারের অস্কার অন্য বারের তুলনায় আলাদা। পরিবর্তনের ছোঁয়া তার শরীরে। সিনেমা হলে মুক্তি পাওয়া সিনেমার পাশাপাশি ওয়েব প্ল্যাটফর্মে মুক্তি পাওয়া সিনেমাও ঠাঁই পেয়েছে মনোনয়নে। মার্চ মাসের ১৫ তারিখ মনোনয়নের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়েছিল। যাতে ভারত থেকে পাঠানো ‘জাল্লিকাট্টু’ ঠাঁই না পেলেও সেরা অ্যাডাপ্টেড স্ক্রিন প্লে ক্যাটেগোরিতে ছিল প্রিয়াঙ্কা চোপড়া, রাজকুমার রাও, আদর্শ গৌরবের ‘দ্য হোয়াইট টাইগার’ (The White Tiger)। কিন্তু ভাগ্যের শিকে ছিঁড়ল না। এই ক্যাটেগোরির সেরার শিরোপা পেল অ্যান্টনি হপকিনস এবং অলিভিয়া কোলম্যান অভিনীত ‘দ্য ফাদার’ (The Father)। দেখে নেওয়া যাক সম্পূর্ণ তালিকা —

[আরও পড়ুন: করোনার বিরুদ্ধে লড়তে নয়া উদ্যোগ সোনু সুদের, নিয়ে এলেন ‘কোভিড ফোর্স’]

  • সেরা ছবি – নোমাডল্যান্ড
  • সেরা পরিচালক – ক্লোয়ি ঝাও (নোমাডল্যান্ড)
  • সেরা অভিনেতা – অ্যান্টনি হপকিনস (দ্য ফাদার)
  • সেরা অভিনেত্রী – ফ্র্যান্সিস ম্যাকডরম্যান্ড (নোমাডল্যান্ড)
  • সেরা সহ-অভিনেতা – ড্যানিয়েল কালুয়া (জুডাস অ্যান্ড দ্য ব্ল্যাক মেসিহা)
  • সেরা সহ-অভিনেত্রী – ইউন ইয়হ জং (মিনারি)
  • সেরা মৌলিক চিত্রনাট্য – এমারেল্ড ফেনেল (প্রমিসিং ইয়াং উওম্যান)
  • সেরা অ্যাডাপ্টেড চিত্রনাট্য – ক্রিস্টোফার হ্যাম্পটন অ্যান্ড ফ্লোরিয়ান জেলার (দ্য ফাদার)
  • সেরা অ্যানিমেটেড ফিচার ফিল্ম – সোল
  • সেরা আন্তর্জাতিক ফিচার ফিল্ম – অ্যানাদার রাউন্ড (ডেনমার্ক)
  • সেরা তথ্যচিত্র (ফিচার) – মাই অক্টোপাস টিচার (নেটফ্লিক্সের)
  • সেরা স্বল্পদৈর্ঘ্যের তথ্যচিত্র – কোলেট (আমেরিকান)
  • সেরা লাইভ অ্যাকশন শর্ট ফিল্ম – টু ডিসট্যান্ট স্ট্রেঞ্জার্স
  • সেরা অ্যানিমেটেড শর্ট ফিল্ম – ইফ এনিথিং হ্যাপেনস আই লাভ ইউ
  • সেরা অরিজিনাল স্কোর – সোল
  • সেরা অরিজিনাল সং – ‘ফাইট ফর ইউ’ (জুডাস অ্যান্ড দ্য ব্ল্যাক মেসিহা)
  • সেরা আবহ – সাউন্ড অফ মেটাল
  • সেরা প্রোডাকশন ডিজাইন – ম্যাঙ্ক
  • সেরা সিনেম্যাটোগ্রাফি – এরিক মেসার্সমিডট (ম্যাঙ্ক)
  • সেরা মেকআপ ও হেয়ার স্টাইলিং – সার্জিও লোপেজ-রিভেরা, মিয়া নিল এবং জামিকা উইলসন (মা রেনে’স ব্ল্যাক বটম)
  • সেরা পোশাক সজ্জা – অ্যান রথ (মা রেনে’স ব্ল্যাক বটম)
  • সেরা সম্পাদনা – মিকেল ই জি নেলসন (সাউন্ড অফ মেটাল)
  • সেরা ভিজ্যুয়াল এফেক্ট – টেনেট (পরিচালনায় ক্রিস্টোফার নোলান)

উল্লেখ্য, চলতি বছরে সবচেয়ে বেশি ১০টি মনোনয়ন পেয়েছিল আমেরিকান বায়োগ্রাফিকাল ড্রামা ‘ম্যাঙ্ক’ (Mank)। প্রখ্যাত চিত্রনাট্যকার হেরম্যান জে. ম্যাঙ্কিভিচের জীবন নির্ভর এই সিনেমায় মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন গ্যারি ওল্ডম্যান। তারপর ছ’টি করে মনোনয়ন পেয়েছিল ‘দ্য ফাদার’, ‘জুডাস অ্যান্ড দ্য ব্ল্যাক মেসিহা’, ‘মিনারি’, ‘নোমাডল্যান্ড’, ‘সাউন্ড অফ মেটাল’, ‘দ্য ট্রায়াল অফ শিকাগো ৭’।  সবচেয়ে বেশি ৩টি অস্কার এবার পেল ‘নোমাডল্যান্ড’। এছড়াও ‘ইন মেমোরিয়াম’ ভিডিওতে স্মরণ করা হয় প্রয়াত অভিনেতা ইরফান খান এবং অস্কারজয়ী কস্টিউম ডিজাইনার ভানু আথাইয়াকে। শ্রদ্ধা জানানো হয় প্রয়াত ঋষি কাপুর ও সুশান্ত সিং রাজপুতকেও। গ্যালারিতে শেয়ার করা হয় দু’জনের ছবি।

[আরও পড়ুন: নীরবে করোনা রোগীদের পাশে অক্ষয়, গম্ভীরের স্বেচ্ছাসেবী সংস্থাকে মোটা অঙ্কের অনুদান ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup ছাঁদনাতলা toolbarvideo শোনো toolbarshorts রোববার