সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপে সোনালি দিন ভারতের। পুরুষদের থ্রি পজিশন প্রতিযোগিতায় সোনা জিতেছেন ঐশ্বর্য প্রতাপ সিং তোমার। অনবদ্য পারফরম্যান্স করে ৫০ মিটার রাইফেল ইভেন্টে স্বর্ণপদক জয়ী হয়েছেন ২৪ বছর বয়সি এই ভারতীয় তারকা। তাছাড়াও সোনা জিতেছেন আদ্রিয়ান কর্মকারও। দলগত বিভাগেও সোনালি সাফল্য পেয়েছেন বাঙালি অলিম্পিয়ান জয়দীপ কর্মকারের পুত্র।
রবিবার কাজাখস্তানের শ্যামকেন্টে অনুষ্ঠিত টুর্নামেন্টে ঐশ্বর্যর স্কোর ৪৬২.৫। এক্ষেত্রে তিনি পিছনে ফেলেছেন চিনা প্রতিদ্বন্দ্বী ওয়েন্যু ঝাওকে। তিনি ৪৬২ পয়েন্টে শেষ করে রুপোর পদক জয়ী হয়েছেন। জাপানের নাওয়া ওকাদা ৪৪৫.৮ স্কোর করে ব্রোঞ্জ জিতেছেন।
এটি ঐশ্বর্যের দ্বিতীয় এশীয় শিরোপা। এর আগে, তিনি ২০২৩ সালেও স্বর্ণপদক জিতেছিলেন। তবে, ২০২৪ সালে জাকার্তায় চ্যাম্পিয়নশিপে সতীর্থ অখিল শিওরানের কাছে হেরে তাঁকে রুপোর পদক নিয়ে সন্তুষ্ট থাকতে হয়েছিল। এবার ফাইনালে ওঠেন অখিল শিওরানও। তিনি পঞ্চম স্থান অধিকার করেন। ভারতের চেইন সিং চতুর্থ হয়েছেন।
ঐশ্বর্য তোমার, চেন সিং এবং অখিলের জুটি দলগত ইভেন্টেও রুপোর পদক জয়ী হয়েছেন। তাঁদের সম্মিলিত স্কোর ছিল ১৭৪৭, যা স্বর্ণপদকজয়ী চৈনিক জুটির চেয়ে মাত্র তিন পয়েন্ট কম। দলগত ইভেন্টে কোরিয়া ব্রোঞ্জ পদক জিতেছে। বাছাইপর্বে ঐশ্বর্য তৃতীয়, চেন ষষ্ঠ এবং অখিল অষ্টম স্থান অধিকার করেন। ভারতের কিরণ অঙ্কুশ যাদব চতুর্থ স্থান অধিকার করলেও তিনি কেবল র্যাঙ্কিং পয়েন্টের জন্য খেলছিলেন। তাই ফাইনালের যোগ্যতা অর্জন করতে পারেননি। উল্লেখ্য, শ্যামকেন্টে ভারতের পদক সংখ্যা এখন ১৩। এর মধ্যে ৫টি সোনা, ২টি রুপো এবং ৬টি ব্রোঞ্জ পদক। ২৫ মিটার পিস্তল বাছাইপর্বে প্রিসিশন পর্যায়ের পরে মনু ভাকের চতুর্থ স্থানে রয়েছেন।
অন্যদিকে, জুনিয়র থ্রি পজিশনস ইভেন্টের ফাইনালে সোনাজয় আদ্রিয়ানের। ৪৬৩.৮ পয়েন্ট স্কোর করে জুনিয়র এশিয়ান রেকর্ড গড়েছেন তিনি। যদিও ফাইনালের যোগ্যতা অর্জন পর্বে ৫৭৬ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে শেষ করে ফাইনালের যোগ্যতা অর্জন করেছিলের ২০ বছর বয়সি এই তারকা। তবে ফাইনালে একেবারে অন্য মেজাজে দেখা যায় তাঁকে। এখানেই শেষ নয়, দলগত ইভেন্টেও প্রতিপক্ষদের পিছনে ফেলে সোনার পদক জয় করেন আদ্রিয়ান।
