সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশকে গর্বিত করলেন অনুপমা রামচন্দ্রন (Anupama Ramachandran)। স্নুকারে ভারতকে বিশ্বমঞ্চে তুলে ধরলেন তামিলনাড়ুর তারকা। ২৩ বছর বয়সি অনুপমা ভারতীয় ক্রীড়া ইতিহাসে সোনালি অধ্যায় লিখেছেন। প্রথম ভারতীয় মহিলা হিসাবে বিশ্ব স্নুকারের খেতাব জিতেছেন তিনি।
তিনবারের বিশ্বচ্যাম্পিয়ন হংকংয়ের অন ই-কে হারিয়ে আইবিএসএফ ওয়ার্ল্ড স্নুকার (১৫-রেড) চ্যাম্পিয়নশিপ জয়ী হয়েছেন। ফাইনালের হাড্ডাহাড্ডি লড়াইয়ে ৩-২ গোলে জয় পেয়েছেন অনুপমা। যে কেউ জিততে পারত এই ম্যাচ। ৬০-৬১ ব্যবধানে পিছিয়ে ছিলেন হংকংয়ের খেলোয়াড়। 'ব্ল্যাক' বল দিয়ে ৬ পয়েন্ট পাওয়ার সুযোগও ছিল তাঁর। কিন্তু শেষ পর্যন্ত সেই শট মিস করায় শিরোপা জেতেন অনুপমা।
অনুপমার জন্ম ২০০২ সালে, চেন্নাইয়ে। ১৩ বছর বয়সে গরমের ছুটিতে মাইলাপুর ক্লাবের বিলিয়ার্ডস ওয়ার্কশপে যোগ দিয়েছিলেন। সেখানেই তিনি নিজেকে ধীরে ধীরে নিজেকে মেলে ধরতে শুরু করে। খেলাটার প্রতি প্রবল আকর্ষণও জন্মায়। পরিবার এবং ক্লাবের কোচ বুঝতে পেরেছিলেন, স্নুকারের জন্যই তাঁর ভাগ্য নির্ধারিত।
এখনও পর্যন্ত আটটি জাতীয় জুনিয়র খেতাব জয়ী হয়েছেন অনুপমা। ২০১৭ সালে রাশিয়ায় বিশ্ব অনূর্ধ্ব-১৬ স্নুকার চ্যাম্পিয়ন হয়েছিলেন তিনি। ২০২৩ সালে বিশ্ব স্নুকার কাপ জিতেছিলেন। ২০২৩ সালে বিশ্ব অনূর্ধ্ব-২১ স্নুকার চ্যাম্পিয়ন হন। ২০২৪ সালে ইউএস উইমেনস ওপেনে রানার্স হয়েছিলেন তিনি। ২০২৫ সালের মার্চ মাসে অনুপমা বিশ্ব র্যাঙ্কিংয়ে ষষ্ঠ স্থানে উঠেছিলেন। আর বিশ্ব স্নুকারের এই খেতাব তাঁর মুকুটে আরও একটি পালক যোগ করল।
