স্টাফ রিপোর্টার: জাতীয় গেমসে পদকজয়ী সব বঙ্গ অ্যাথলিটকে আর্থিকভাবে পুরস্কৃত করবে বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ)। ২৭ মার্চ দুপুরে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে নবম নেতাজি সুভাষ রাজ্য গেমসের উদ্বোধনী অনুষ্ঠান হবে। সেখানে উপস্থিত থাকার কথা রাজ্যের দুই মন্ত্রী অরূপ বিশ্বাস ও সুজিত বসুর। সেই মঞ্চ থেকেই প্রণতি দাস, সৌবৃতি মণ্ডল, অনির্বাণ ঘোষদের পুরস্কারের অর্থ তুলে দেওয়া হবে।

তিন বছর পর ফের রাজ্য গেমস আয়োজন করছে বিওএ। মঙ্গলবার সেই উপলক্ষে হওয়া সাংবাদিক সম্মেলনে উপস্থিত হয়েছিলেন বিওএ সভাপতি চন্দন রায়চৌধুরি, সচিব জহর দাস, মুখ্য পরামর্শদাতা অজিত বন্দ্যোপাধ্যায়, রাজ্য গেমস কমিটির চেয়ারম্যান স্বরূপ বিশ্বাসরা। সেখান থেকেই আর্থিক পুরস্কারের কথা ঘোষণা করা হয়। এমন উদ্যোগ অবশ্য নতুন নয়, আগেও একবার দেওয়া হয়েছে। তবে এবার টাকার অঙ্কটা বাড়ানো হয়েছে অনেকটাই। ব্যক্তিগত ইভেন্টে সোনা-রুপো-ব্রোঞ্জের জন্য দেওয়া হবে যথাক্রমে ২৫ হাজার টাকা, ২০ হাজার টাকা এবং ১৫ হাজার টাকা। দলগত ইভেন্টের ক্ষেত্রে প্রত্যেক অ্যাথলিট পাবেন যথাক্রমে ১২ হাজার টাকা, ১০ হাজার টাকা এবং ৭ হাজার টাকা। ব্যক্তিগত ইভেন্টে ২৬ জন এবং দলগত ইভেন্টে ১০৩ জন অ্যাথলিট পুরস্কার পাবেন। এ প্রসঙ্গে বিওএ সভাপতি বলেন, "এর আগে বিওএ একবার জাতীয় গেমসে পদকজয়ী অ্যাথলিটদের পুরস্কৃত করেছে। তবে এবার আমরা পুরস্কারের অর্থ কিছুটা বাড়ালাম।"
অন্যদিকে, এবার রাজ্য গেমসে তিনটি কেন্দ্র মিলিয়ে মোট ৩৬টি ডিসিপ্লিনে খেলা হবে। এরমধ্যে অ্যাথলেটিক্স, তিরন্দাজি, ফুটবল, হকি সহ মোট ২৯টি ডিসিপ্লিন হবে মালদায়। সেখানে খেলা চলবে ৭ থেকে ১০ এপ্রিল। তার আগে ৬ এপ্রিল একটি উদ্বোধনী অনুষ্ঠান হবে মালদাতেও। কলকাতায় হবে ইকুয়েস্ট্রিয়ান, রোয়িং, শুটিংয়ের মতো হাফ ডজন খেলা। ব্যাডমিন্টন হবে দুর্গাপুরে। অ্যাথলিট ও অফিশিয়াল মিলিয়ে সাত হাজারের উপর ক্রীড়াবিদ গেমসে অংশ নেবে বলে আয়োজক কমিটির চেয়ারম্যান জানিয়েছেন। ২৭ মার্চের অনুষ্ঠানে বিওএ-র শতবর্ষের সমাপ্তি উদযাপনও হবে বলে জানিয়েছেন কর্তারা।