shono
Advertisement
National School Games

টানা তিনবার জাতীয় স্কুল গেমসে সোনা, বাংলার কন্যাশ্রীরা আবার দেশের সেরা

জয়ের হ্যাটট্রিক বঙ্গকন্যাদের।
Published By: Prasenjit DuttaPosted: 08:45 PM Nov 16, 2025Updated: 12:24 AM Nov 17, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জাতীয় স্কুল গেমসে সোনাজয়ের হ্যাটট্রিক বাংলার মেয়েদের। উত্তরপ্রদেশের বেরেলিতে অনুষ্ঠিত ৬৯তম অনূর্ধ্ব-১৭ জাতীয় স্কুল গেমসের বালিকা বিভাগের ভলিবল প্রতিযোগিতার ফাইনালে রাজস্থানকে হারিয়ে সোনালি সাফল্য বাংলার। বঙ্গকন্যাদের এমন সাফল্যে খেলোয়াড় ও কোচিং স্টাফদের শুভেচ্ছা জানিয়েছেন পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।

Advertisement

গ্রুপ পর্যায়ে চ্যাম্পিয়ন হয়ে প্রি-কোয়ার্টার ওঠে বাংলার মেয়েরা। সেখানে বাংলার প্রমীলা বাহিনীর দাপটের সামনে পার পায়নি পাঞ্জাব। এরপর কোয়ার্টার ফাইনালে হরিয়ানা এবং সেমিফাইনালে কেরালাকে হারিয়ে ফাইনালে প্রবেশ করে বাংলা। ফাইনালে অপ্রতিরোধ্য মেজাজে পাওয়া যায় বঙ্গকন্যাদের। 

চূড়ান্ত লড়াইয়ে রাজস্থানকে সরাসরি তিন সেটে দুরমুশ করে পৌলমী, সরন্নারা। খেলার ফলাফল ২৫-১৫, ২৫-১৯, ২৫-৭। এই একতরফা জয়ে মুখ্য ভূমিকা নেয় নিতু রাজভর, পৌলমী শর্মা, সরন্না সাউ, শ্রদ্ধা সরকার মল্লিকা রায়, তনুশ্রী রায়রা। প্রতিযোগিতার সেরা হয় হুগলির পৌলমী। সেরা মিডল ব্লকার হুগলির সরন্না সাউ। টুর্নামেন্টের মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ারের পুরস্কার পায় হুগলির নিতু রাজভর।

দলে কোচবিহার ও হুগলি থেকে সুযোগ পেয়েছিলেন ৫ জন। তাছাড়াও উত্তর ২৪ পরগনা ও হাওড়া থেকে ছিলেন একজন করে। জাতীয় স্তরে এমন সাফল্যের পর ভবিষ্যতেও তাঁরা আত্মবিশ্বাস পাবে বলে মনে করছে ক্রীড়ামহল। খেলাধুলার ক্ষেত্রে বাংলা যে এগিয়ে, এটা তারই উজ্জ্বল নিদর্শন। জাতীয় স্তরে বাংলার মুখ উজ্জ্বল করায় নানান মহল থেকে প্রশংসা পাচ্ছে বঙ্গের প্রমীলা বাহিনী।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • উত্তরপ্রদেশের বেরেলিতে অনুষ্ঠিত হয়েছিল ৬৯তম অনূর্ধ্ব-১৭ জাতীয় স্কুল গেমস।
  • বালিকা বিভাগের ভলিবল প্রতিযোগিতার ফাইনালে রাজস্থানকে হারিয়ে সোনা জিতল বাংলার কন্যাশ্রীরা।
  • এই নিয়ে টানা তিনবার সোনালি সাফল্য পেল বাংলা।
Advertisement