shono
Advertisement
Sumit Nagal

ভারতীয় তারকাকে ভিসা দিল না চিন, বেজিংয়ের 'ষড়যন্ত্রে' ভাঙবে গ্র্যান্ড স্লাম স্বপ্ন?

এখন কী করতে হবে দেশের এক নম্বর সিঙ্গেল টেনিস তারকাকে?
Published By: Prasenjit DuttaPosted: 08:36 PM Nov 13, 2025Updated: 09:18 PM Nov 13, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চিন সরকারের 'বদান্যতায়' মহাফাঁপরে ভারতের এক নম্বর সিঙ্গেল টেনিস তারকা! বলা হচ্ছে সুমিত নাগালের কথা। তাঁর ভিসার আবেদন বাতিল করেছে চিন। অস্ট্রেলিয়ান ওপেনের আগে চিনের একটি প্রতিযোগিতায় অংশ নেওয়ার কথা ছিল তাঁর। সমস্যায় পড়ে সাহায্যের আবেদনও জানিয়েছিলেন নাগাল। এবার জানা গেল, ভারতীয় তারকাকে সমস্ত প্রয়োজনীয় নথিপত্র-সহ পুনরায় আবেদন করতে হবে। 

Advertisement

২৪ থেকে ২৯ নভেম্বর চিনে আয়োজিত হবে চেংদু ইভেন্ট। প্রতিযোগিতায় জয়ী হলে এশিয়া-প্যাসিফিক অঞ্চলের খেলোয়াড়রদের সরাসরি অস্ট্রেলিয়ান ওপেনে ওয়াইল্ড কার্ড এন্ট্রি পাওয়ার সুযোগ থাকে। অস্ট্রেলিয়া এবং চাইনিজ টেনিস অ্যাসোসিয়েশন যৌথভাবে এই প্রতিযোগিতা আয়োজন করে। সেই কারণে নাগালের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই টুর্নামেন্ট। উল্লেখ্য, ২০২৪ সালের অস্ট্রেলিয়ান ওপেনে আলেকজান্ডার বুবিককে হারিয়ে অঘটন ঘটিয়েছিলেন নাগাল। 

যে কোনও খেলোয়াড়েরই স্বপ্ন থাকে অস্ট্রেলিয়ান ওপেনের মতো ঐতিহ্যশালী গ্র্যান্ড স্লামে খেলার। কিন্তু অস্ট্রেলিয়া ওপেন খেলায় অনিশ্চয়তা তৈরি হয়েছে নাগালের। ভিসার আবেদন খারিজ হয়ে যাওয়ার পর মঙ্গলবার এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, 'আমার নাম সুমিত নাগাল। ভারতের শীর্ষস্থানীয় টেনিস খেলোয়াড়। অস্ট্রেলিয়ান ওপেনের প্লে-অফে অংশ নিতে চিনে যাওয়ার কথা আমার। কোনও কারণ ছাড়াই আমার ভিসার আবেদন বাতিল করা হয়েছে। দ্রুততার সঙ্গে এ ব্যাপারে পদক্ষেপ নিয়ে সাহায্য করলে উপকৃত হব।'

পোস্টে তিনি চিনের ভারতের প্রতিনিধি এবং নয়াদিল্লিতে চিনা দূতাবাসকে ট্যাগও করেছিলেন। বৃহস্পতিবার অবশেষে নাগালের আবেদনে সাড়া দিয়েছে চিন। দেশটির বিদেশ মন্ত্রকের মুখপাত্র লিন জিয়ান জানান, আইন ও নিয়ম মেনেই ভারত-সহ সমস্ত দেশের খেলোয়াড়কে ভিসা দেয় চিন। তাঁর আশা, সুমিত ভারতে অবস্থিত চিনা দূতাবাসের নিয়ম মেনে সময়মতো আবেদনপত্র জমা দেবেন। উল্লেখ্য, অতীতেও ভারতীয় উশু খেলোয়াড়দের ভিসার আবেদন বাতিল করে চিন। যার জেরে প্রতিযোগিতায় নামতে পারেনি ভারতীয় দল। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • সুমিত নাগালের ভিসার আবেদন বাতিল করেছে চিন।
  • অস্ট্রেলিয়ান ওপেনের আগে চিনের একটি প্রতিযোগিতায় অংশ নেওয়ার কথা ছিল তাঁর।
  • সমস্যায় পড়ে সাহায্যের আবেদনও জানিয়েছিলেন নাগাল।
Advertisement