সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মুস্তাফিজুর রহমান বিতর্কে উত্তাল ক্রিকেট দুনিয়া। বিসিসিআইয়ের নির্দেশে বাংলাদেশি পেসারকে দল থেকে বাদ দিয়েছে কলকাতা নাইট রাইডার্স। পালটা ভারতের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে আসবে না বলে জানিয়ে দিয়েছে বাংলাদেশ বোর্ড। সেই বিষয়ে এখনও কিছু জানায়নি আইসিসি। তবে জয় শাহ ভারতের জন্য অন্য লক্ষ্য বেঁধে দিলেন। সেটা অবশ্য ক্রিকেট নিয়ে নয়। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সুরে সুর মিলিয়ে কী বললেন আইসিসি চেয়ারম্যান?
রবিবার মোদি বলেন, "২০৩০-র কমনওয়েলথ গেমস ভারতের মাটিতে হবে। এর পাশাপাশি আমরা ২০৩৬-র অলিম্পিক আয়োজনের জন্য জোরদার চেষ্টা করছি। তার আগে দেশের প্লেয়ারদের আরও বেশি করে খেলার সুযোগ দেওয়ার চেষ্টা চলছে।" অবশ্য মোদির বক্তব্যের আগেই শনিবার গুজরাটের একটি অনুষ্ঠানে জয় শাহ ভারতে অলিম্পিক আয়োজন নিয়ে কথা বলেন। তিনি বলেন, "প্রধানমন্ত্রীর চেষ্টায় ২০৩০-র কমনওয়েলথ গেমস ভারতে হবে। কিন্তু আমাদের সেখানে থামলে হবে না। ২০৩৬-র অলিম্পিকও আমাদের আয়োজন করতে হবে।"
এর সঙ্গে তিনি নতুন লক্ষ্যমাত্রাও বেঁধে দিচ্ছেন। জয় শাহ বলেন, "২০২৪-র অলিম্পিকে আমরা আটটা মেডেল পেয়েছিলাম। কিন্তু ২০৩৬-এ আটটা মেডেলে চলবে না। আমাদের অন্তত ১০০টা মেডেল জিততে হবে। তার মধ্যে ১০টা গুজরাট থেকে আসবে। এই নিয়ে আমি আত্মবিশ্বাসী। ২০২৪-র টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে আমি বলেছিলাম, এবার আমরা জিতবই। সেটা হয়েছে।" তবে সাম্প্রতিক বিষয়, এমনকী ক্রিকেট নিয়েও আর কিছু বলেননি তিনি।
উল্লেখ্য, ওপার বাংলায় মৌলবাদীদের আগ্রাসন আর ধর্মের নামে হানাহানিতে নিরাপত্তাহীনতায় ভুগছে সংখ্যালঘুরা। জীবন্ত পুড়িয়ে মারা হয়েছে দীপু দাসকে। বাংলাদেশে হিন্দুহত্যার প্রতিবাদে শামিল ভারত। ওপার বাংলার ঘটনাপ্রবাহের আঁচ পড়েছে এদেশের ক্রিকেটপ্রেমীদের মধ্যেও। এ বছর রেকর্ড ৯.২ কোটি টাকায় বাংলাদেশের অন্যতম সেরা পেসারকে দলে নিয়েছিল নাইটরা। কিন্তু মুস্তাফিজুরকে খেলানোয় প্রবল আপত্তি ওঠে। পরে বিসিসিআইয়ের নির্দেশে মুস্তাফিজুরকে বাদ দেওয়ার সিদ্ধান্ত জানায় কেকেআর। এবার পালটা চালে ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে আপত্তি জানিয়েছে বাংলাদেশ। এবার দেখা যাক গোটা বিষয়টা নিয়ে আইসিসি ও বিসিসিআই কী পদক্ষেপ নেয়।
