shono
Advertisement
Olympics

২০৩৬ অলিম্পিক আয়োজনের প্রস্তুতিতে ভারত, দেখা যেতে পারে যোগাসন-কবাডি

শেষ পর্যন্ত কি দেশের মাটিতে হবে অলিম্পিক?
Published By: Arpan DasPosted: 07:41 PM Jun 21, 2024Updated: 07:56 PM Jun 21, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২০৩৬ অলিম্পিকের জন্য বিড করতে চায় ভারত। তার প্রস্তুতিও চলছে। যদি শেষ পর্যন্ত দেশের মাটিতে অলিম্পিক আয়োজন করা যায়, সেক্ষেত্রে তৈরি হবে নতুন ইতিহাস। আর সেখানে দেখা যেতে পারে যোগাসন, কবাডি, খো খোর মতো খেলা।

Advertisement

আন্তর্জাতিক যোগ দিবসে এমনটাই জানা যাচ্ছে নতুন রিপোর্টে। যেখানে ভারতের স্পোর্টস অথরিটির (SAI) মিশন অলিম্পিক সেল (MOC) যে নতুন রিপোর্ট পেশ করেছে, সেখানে এই খেলাগুলির অন্তর্ভুক্তির কথা রয়েছে। এক্ষেত্রে নতুন ছটি খেলা সংযোজন করার কথা ভাবছে। সেগুলি হল টি-টোয়েন্টি ক্রিকেট, খো খো, যোগাসন, কবাডি, দাবা আর স্কোয়াশ। তবে সবটাই নির্ভর করছে ভারতের ২০৩৬ অলিম্পিক (Olympics) আয়োজনের উপরে।

[আরও পড়ুন: তারুণ্যের গতিতে কোপা জয়ের স্বপ্ন ভিনিসিয়াসদের, একনজরে ব্রাজিলের শক্তি-দুর্বলতা]

এ ব্যাপারে এমওসি-র এক সদস্য পিটিআইকে জানিয়েছেন, "আমরা ক্রীড়ামন্ত্রীর সঙ্গে গতকাল দেখা করে একটি রিপোর্ট পেশ করেছি। তিনি জানিয়েছেন, কয়েকদিন সময় নিয়ে মতামত জানাবেন। তবে তিনি আমাদের আরও একটি রিপোর্ট তৈরি রাখতে বলেছেন। যেখানে খেলাধুলোকে কীভাবে কেরিয়ারের অঙ্গ করা যায়, সে বিষয়ে ভাবনাচিন্তা করতে বলেছেন।"

[আরও পড়ুন: ব্যাটে-বলে অনবদ্য করণ লাল, সহজেই শ্রাচী রাঢ় টাইগার্সকে হারাল লাক্স শ্যাম কলকাতা]

সেই সঙ্গে তাঁর সংযোজন, "আমরা অলিম্পিকের বিডের জন্য অনেকটাই এগিয়ে আছি। সেটা প্যারিস অলিম্পিকের পরেই হবে। কিন্তু তার আগে আন্তর্জাতিক অলিম্পিক সংস্থার সঙ্গে কথাবার্তা বলতে হবে। তবে আমরা সম্পূর্ণ তৈরি।" শেষ পর্যন্ত কি দেশের মাটিতে হবে বিশ্বের শ্রেষ্ঠ প্রতিযোগিতা? তার জন্য অপেক্ষা ছাড়া উপায় নেই।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ২০৩৬ অলিম্পিকের জন্য বিড করতে চায় ভারত। তার প্রস্তুতিও চলছে।
  • যদি শেষ পর্যন্ত দেশের মাটিতে অলিম্পিক আয়োজন করা যায়, সেক্ষেত্রে তৈরি হবে নতুন ইতিহাস।
  • সেখানে দেখা যেতে পারে যোগাসন, কবাডি, খো খোর মতো খেলা।
Advertisement