shono
Advertisement
Squash world Cup

খেলার দুনিয়ায় সোনার দৌড় অব্যাহত, এবার স্কোয়াশেও বিশ্বজয়ী ভারতীয় দল

ইতিহাস গড়ে প্রথমবার স্কোয়াশে বিশ্বজয়ী ভারত।
Published By: Anwesha AdhikaryPosted: 09:49 AM Dec 15, 2025Updated: 03:47 PM Dec 15, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: খেলার দুনিয়ায় ভারতের সোনার দৌড় অব্যাহত। বছরের শুরুর দিকে ভারতীয় দল চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিল। তারপর প্রথমবার বিশ্বকাপ জয়ের স্বাদ পেয়েছে ভারতের মহিলা ক্রিকেট দল। এবার ভারতীয় স্কোয়াশ দল প্রথমবারের জন্য বিশ্বকাপ (Squash world Cup) জিতল। শীর্ষবাছাই হংকংকে হারিয়ে ইতিহাস গড়লেন তিন ভারতীয়- জ্যোৎস্না চিনাপ্পা, অভয় সিং, অনাহত সিং।

Advertisement

চেন্নাইয়ের এক্সপ্রেস অ্যাভেনিউ মলের কোর্টে রবিবার হংকংয়ের বিরুদ্ধে খেলতে নেমেছিল ভারতের মিক্সড টিম। গত বিশ্বকাপের সেমিফাইনাল থেকেই বিদায় নিয়েছিল ভারত। তবে এবার ১২ দলের টুর্নামেন্টের শুরু থেকেই দুরন্ত ছন্দে ছিলেন জ্যোৎস্নারা। ফাইনালে তাঁদের প্রতিপক্ষ ছিল ধারেভারে এগিয়ে থাকা হংকং। কিন্তু শীর্ষবাছাই হংকংকে ৩-০ পর্যুদস্ত করে প্রথমবার স্কোয়াশ বিশ্বকাপে সোনা জিতল ভারত।

ফাইনালের প্রথম ম্যাচ খেলতে নামেন ৩৯ বছর বয়সি জ্যোৎস্না। বিশ্বর‍্যাঙ্কিংয়ে ৫২ ধাপ এগিয়ে থাকা কা য়ি লির বিরুদ্ধে শুরু থেকেই ভারতীয় তারকার দাপট ছিল। দ্বিতীয় সেটে হারলেও শেষ পর্যন্ত ৭-৩, ২-৭, ৭-৫, ৭-১ ফলে প্রথম ম্যাচ জিতে যান জ্যোৎস্না। পরের ম্যাচে খেলতে নামেন অভয় সিং। মাত্র ১৯ মিনিটে তিনি গুঁড়িয়ে দেন প্রতিপক্ষ অ্যালেক্স লাউকে। ম্যাচের ফল ৭-১, ৭-৪, ৭-৪। তৃতীয় ম্যাচে ভারতে স্বর্ণপদক নিশ্চিত করেন ১৭ বছর বয়সি অনাহত সিং। ১৬ মিনিটে তিনি ৭-২, ৭-২, ৭-৫ উড়িয়ে দেন তোমাতো হো'কে। এক ম্যাচ বাকি থাকতেই জিতে যায় ভারত।

স্কোয়াশে বিশ্বমানের খেতাব জেতার তালিকায় ষষ্ঠ দেশ হিসাবে নাম তুলে ফেলল এই ভারতীয় দল। প্রথমবার বিশ্বকাপ জিতে স্বভাবতই উচ্ছ্বসিত ভারতীয় দল। স্কোয়াশে দীর্ঘ কেরিয়ারের পর অবশেষে সোনা জিততে পেরে তৃপ্ত জ্যাোৎস্না। সোনাজয়ের আরেক কাণ্ডারী অভয় বলছেন, এই সাফল্য আগামী দিনে আরও অনেককে স্কোয়াশ খেলতে অনুপ্রেরণা দেবে। চাপের মুখে, এগিয়ে থাকা প্রতিপক্ষের বিরুদ্ধে যেভাবে ভারতীয় দল খেলেছে, সেই দেখে খুশি কোচ হরিন্দর সিং।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • চেন্নাইয়ের এক্সপ্রেস অ্যাভেনিউ মলের কোর্টে রবিবার হংকংয়ের বিরুদ্ধে খেলতে নেমেছিল ভারতের মিক্সড টিম।
  • ফাইনালের প্রথম ম্যাচ খেলতে নামেন ৩৯ বছর বয়সি জ্যোৎস্না। বিশ্বর‍্যাঙ্কিংয়ে ৫২ ধাপ এগিয়ে থাকা কা য়ি লির বিরুদ্ধে শুরু থেকেই ভারতীয় তারকার দাপট ছিল।
  • তৃতীয় ম্যাচে ভারতে স্বর্ণপদক নিশ্চিত করেন ১৭ বছর বয়সি অনাহত সিং। ১৬ মিনিটে তিনি ৭-২, ৭-২, ৭-৫ উড়িয়ে দেন তোমাতো হো'কে।
Advertisement