চূড়ান্ত হেনস্তার শিকার জাতীয় রেকর্ডধারী অ্যাথলিট! জানা গিয়েছে, জোর করে ট্রেন থেকে ওই অ্যাথলিটকে নামিয়ে দিয়েছেন টিকিট পরীক্ষক। তারপর অন্তত পাঁচ ঘণ্টা স্টেশনে আটকে রাখা হয় অ্যাথলিটকে। তাঁর 'অপরাধ', প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য পোল সঙ্গে নিয়ে ট্রেনে উঠেছিলেন। গোটা ঘটনায় স্তম্ভিত হয়ে তারকা পোলভল্টারের প্রশ্ন, যদি প্রতিষ্ঠিত অ্যাথলিটদেরই এমন হেনস্তার মধ্যে পড়তে হয় তাহলে উদীয়মানদের কী অবস্থা?
ঠিক কী ঘটেছে জাতীয় রেকর্ড গড়া পোলভল্টার দেব মীনার সঙ্গে? জানা গিয়েছে, কুলদীপ যাদব নামে এক সতীর্থের সঙ্গে ট্রেনে চেপে যাচ্ছিলেন তিনি। পোলভল্ট প্রতিযোগিতা থেকে ফিরছিলেন তাঁরা। সেকারণেই পোল সঙ্গে নিয়ে ট্রেনে চেপেছিলেন দু'জনে। কিন্তু আচমকাই নবি মুম্বইয়ের পানভেল স্টেশনে মীনা এবং কুলদীপকে ট্রেন থেকে নামিয়ে দেওয়া হয়। টিকিট পরীক্ষক তাঁদের নামিয়ে দেন, সঙ্গে স্পষ্ট জানিয়ে দেন, ট্রেনের মধ্যে পোল নিয়ে ওঠার নিয়ম নেই।
টিটির নির্দেশে ট্রেন থেকে নামতে বাধ্য হন দুই পোলভল্টার। তারপর দীর্ঘ পাঁচ ঘণ্টা ওই স্টেশনেই আটকে থাকেন দু'জন। বারবার বোঝাতে চেষ্টা করেন, তাঁদের খেলার জন্য পোল সঙ্গে নিয়ে যাওয়াটা খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু তাতেও চিড়ে ভেজেনি। গোটা ঘটনায় ক্ষোভ উগরে দিয়েছেন মীনা। একটি সংবাদমাধ্যমকে তিনি বলেন, ভারতে কি এভাবেই অ্যাথলিটদের হেনস্তার শিকার হতে হয়? টিকিট পরীক্ষকের খামখেয়ালিপনায় ট্রেন থেকে আন্তর্জাতিক স্তরে দেশের প্রতিনিধিত্ব করা অ্যাথলিটকে নামিয়ে দেওয়া হল। তাহলে জুনিয়রদের কী দশা? প্রশ্ন মীনার।
উল্লেখ্য, ভারতীয় পোলভল্টে মীনার পারফরম্যান্স অনবদ্য। গত বছর ফেব্রুয়ারি মাসে ৫.৩২ মিটার লাফিয়ে ন্যাশনাল রেকর্ড গড়েছিলেন তিনি। মাত্র দু'মাসের মধ্যেই নিজের সেই রেকর্ড ভেঙে দেন। এপ্রিল মাসে ৫.৩৫ মিটার লাফিয়েছেন ১৯ বছর বয়সি পোলভল্টার। বিশ্বরেকর্ডের তুলনায় অনেকখানি পিছিয়ে থাকলেও মীনার পারফরম্যান্স যথেষ্ট আশাব্যঞ্জক। সেই অ্যাথলিটকেই এমন হেনস্তার খবর প্রকাশ্যে আসায় মুখ পুড়েছে রেলের।
