সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ছোটবেলায় তিনিই ছিলেন হিরো। তাঁকে আদর্শ হিসাবে ধরে বড় হয়েছিলেন। সৌভাগ্যবশত ছোটবেলার সেই 'হিরো'কে কোচ হিসাবেও পেয়েছিলেন। কিন্তু কেরিয়ারের মধ্যগগনে এসে সেই কোচের সঙ্গে যাবতীয় সম্পর্ক ছিন্ন করলেন নীরজ চোপড়া। বিশ্বখ্যাত তারকা ইয়ান জেলেজনিকে কোচের পদ থেকে সরিয়ে দিলেন নীরজ।
২০২৪ সালের শেষদিকে ইয়ান জেলেজনিকে কোচের পদে নিয়োগ করেন নীরজ। খেলোয়াড়জীবনে জেলেজনি ছিলেন চূড়ান্ত সফল। ১৯৯২, ১৯৯৬ ও ২০০০ সালের অলিম্পিকে সোনা জিতেছিলেন জেলেজনি। বিশ্বের সর্বকালের সেরা দশটি থ্রোয়ের মধ্যে পাঁচটি রয়েছে তাঁর নামে। চেক রিপাবলিকের জ্যাভলিন তারকা চারবার নিজের রেকর্ড ভেঙেছেন। ১৯৯৬ সালে তিনি জার্মানিতে তিনি ৯৮.৪৮ মিটার জ্যাভলিন ছুঁড়েছিলেন। যা আজও বিশ্বরেকর্ড। কিন্তু এ হেন সফল তারকার অধীনে নীরজ খুব একটা সাফল্য পাননি।
নতুন কোচ ইয়ান জেলেজনির সঙ্গে নীরজ চোপড়া।
গত বছরের শুরুতে দোহা ডায়মন্ড লিগে সোনা জিতছিলেন। কেরিয়ারে প্রথমবার ৯০ মিটারের গণ্ডিও পেরোন। কিন্তু তারপর থেকে লাগাতার ব্যর্থ। আর কোনও ডায়মন্ড লিগে সেরা তকমা পাননি। এমনকী ওই ৯০ মিটার ছাড়া আর কোনও ইভেন্টে ৮৭ মিটারও ছুড়তে পারেননি তিনি। গত বছর বিশ্ব চ্যাম্পিয়নশিপ থেকেও খালি হাতে ফিরতে হয়েছে প্রাক্তন বিশ্বচ্যাম্পিয়নকে। তারপরই সিদ্ধান্ত নেন জেলেজনির সঙ্গে সম্পর্ক ছিন্ন করবে। শনিবার সরকারিভাবে কোচকে বিদায় দেওয়ার কথা ঘোষণা করলেন তিনি।
আসলে নীরজ কেরিয়ারে খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন। তাঁর ব্যক্তিগত জীবনেও বদল এসেছে। এর মধ্যে আবার স্পনসরের সঙ্গেও সম্পর্ক ছিন্ন করেছেন। জেএসডব্লিউ স্পোর্টসের বদলে ‘ভেল স্পোর্টসে’র সঙ্গে চুক্তি করেছেন। এবার কোচকে বিদায় দিলেন।আসলে সবটাই নতুন করে শুরু করতে চাইছেন নীরজ।
