সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এশিয়ান গেমসের আগে আচমকাই বিরতিতে নীরজ চোপড়া। এখনও বেশ কিছুদিন ট্র্যাক অন ফিল্ডে দেখা যাবে না ভারতের 'সোনার ছেলে'কে। সংবাদমাধ্যম সূত্রে খবর, তাঁকে সম্ভবত ছাড় দেওয়ার সিদ্ধান্ত নিতে চলেছে অ্যাথলেটিক্স ফেডারেশন অফ ইন্ডিয়া। প্রশ্ন উঠছে, আদৌ কি ঐতিহ্যশালী এশিয়াডে খেলবেন ভারতের 'সোনার ছেলে'?
জানা গিয়েছে, এই মুহূর্তে রিহ্যাবের মধ্যে রয়েছেন নীরজ। পিঠের চোট পেয়েছিলেন তিনি। তবে ধীরে ধীরে সেই চোট কাটিয়ে উঠছেন। শেষবার তাঁকে ফিল্ডে দেখা গিয়েছিল টোকিওয়, বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে। সেখানে জেতা তো দূরের কথা, প্রথম নিজের ছন্দের ধারেকাছে থাকতে পারেননি। ১২ জনের মধ্যে আটে শেষ করেছিলেন ভারতীয় জ্যাভলিন তারকা। তবে এখন জানা যাচ্ছে, নীরজ এই মুহূর্তে রিহ্যাবের ব্যাপারেই সম্পূর্ণ মনোযোগ দেবেন। সেই কারণেই এই বিরতি। তাই আরও কিছুদিন জ্যাভলিনের মঞ্চে দেখা যাবে না তাঁকে।
এক সাংবাদিক সম্মেলনে অ্যাথলেটিক্স ফেডারেশন অফ ইন্ডিয়ার প্রাক্তন সভাপতি আদিল সুমারিওয়ালা বলেন, "বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের ঠিক আগে নীরজ চোট পেয়েছিলেন। এর প্রভাব ওর পারফরম্যান্সেও পড়ে। আপাতত ও বিরতি নিচ্ছে। তবে ওর চোটও দ্রুত সেরে উঠছে। এখন ওর রিহ্যাবের দিকে মনোযোগ দেওয়া হচ্ছে। কবে ও ফিল্ডে ফিরবে, এই মুহূর্তে সেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। নীরজ বিশ্ব চ্যাম্পিয়নশিপে অংশ নিয়েছিল। ওকে স্যালুট। ওর চোট সামনে থেকে দেখেছি। তবুও ও খেলেছিল। আমরা ওকে না খেলার কথা বলেছিলাম। নীরজ বলেছিল, 'না স্যর, আমি চেষ্টা করব।' চোটের কারণে ওর পারফরম্যান্স খারাপ হয়েছে, এমন কথা ও একবারও বলেনি। ওর মতো কেউ নেই। আমি এমন লোকদের দেখেছি, যারা নীরজ চোপড়ার পারফরম্যান্সের হাজার ভাগের এক ভাগও করেনি। তাদের দাবি প্রচুর। এটা চাই, ওটা চাই। কিন্তু বেচারা নীরজ কিছুই বলে না।"" এভাবেই নীরজের মনোভাবের প্রশংসা করেন তিনি।
এই বছরের শেষের দিকে জাপানে হবে এশিয়ান গেমস। এখানে অংশ নেওয়ার জন্য জাতীয় আন্তঃরাজ্য সিনিয়র অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে অংশ নেওয়া বাধ্যতামূলক। ৮ থেকে ১২ জুলাই রয়েছে এই চ্যাম্পিয়নশিপ। শোনা যাচ্ছে, নীরজ যেহেতু রিহ্যাবের মধ্যে রয়েছেন, তাই এই টুর্নামেন্টে তাঁকে অংশগ্রহণের ব্যাপারে ছাড় দেওয়া হবে। বিরতির সময়টাতে তিনি ভালো করে রিহ্যাব করবেন। প্রশ্ন হল, তাহলে কি সরাসরি এশিয়ান গেমসে ফিরবেন নীরজ? তা অবশ্য জানা যায়নি। তবে ন্যাশনাল ইন্টার স্টেট চ্যাম্পিয়নশিপে না খেললে নীরজই হবেন একমাত্র ক্রীড়াবিদ, যাঁকে এই প্রতিযোগিতা থেকে অব্যাহতি দেওয়া হবে। উল্লেখ্য, ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর অনুষ্ঠিত হবে এশিয়ান গেমস।
