সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭, লোককল্যাণ মার্গের বাসভবনে জ্যাভলিন তারকা নীরজ চোপড়া এবং তাঁর স্ত্রী হিমানী মোরে। তাঁদের সঙ্গে সাক্ষাতের ছবি সোশাল মিডিয়ায় পোস্ট করেছেন মোদি নিজেই। এক্স হ্যান্ডলে তাঁকে লিখতে দেখা গিয়েছে, 'নীরজ চোপড়া ও তাঁর স্ত্রী হিমানী মোরের সঙ্গে সাক্ষাৎ হল আজ, ৭, লোককল্যাণ মার্গে। নানা বিষয়ে দুর্দান্ত আলাপচারিতা হয়েছে আমাদের মধ্যে, যার মধ্যে অবশ্যই ছিল খেলাধুলোও।' প্রসঙ্গত, এবছরেরই জানুয়ারি মাসে নীরজ ও হিমানী গাঁটছড়া বাঁধেন।
নীরজের পরনে ছিল সাদা রঙের শেরওয়ানি। অন্যদিকে প্রধানমন্ত্রী মোদি একটি কালো ডোরাকাটা সাফারি স্যুট পরেছিলেন। হিমানি পরেছিলেন সবুজ মখমলের জ্যাকেট। প্রসঙ্গত, এটাই দিল্লিতে প্রধানমন্ত্রীর সঙ্গে নীরজের প্রথম ব্যক্তিগত সাক্ষাৎ। এর আগে, প্রধানমন্ত্রী মোদি পদকজয়ী ভারতীয় ক্রীড়াবিদদের সঙ্গে আনুষ্ঠানিক আলাপচারিতা করার সময় সকলের সঙ্গে সেখানে উপস্থিত ছিলেন নীরজ। টোকিও অলিম্পিকে তাঁর ঐতিহাসিক স্বর্ণপদক জয় দেশকে গর্বিত করেছিল। পরে প্যারিসেও তিনি পান রৌপ্যপদক। ২০২১ এবং ২০২৪ সালের এই দুই অলিম্পিকে ভারতের অলিম্পিক ক্রীড়াবিদদের প্রতিনিধি দলের অংশ ছিলেন নীরজ।
গত জানুয়ারিতে মিডিয়াকে ঘুণাক্ষরে জানতে না দিয়ে গোপনে বিয়ে সারেন নীরজ। পরে ইনস্টাগ্রামে নিজেই বিয়ের কথা জানান অলিম্পিকে জোড়া পদকজয়ী জ্যাভলিন থ্রোয়ার। নীরজের পোস্ট করা ছবিতে দেখা যায়, বিয়ের আসরে গোলাপি রঙের পোশাকে সেজেছিলেন পাত্র। মাথায় ছিল একই রঙের পাগড়ি। গলায় গোলাপি গোলাপের মালা। পাত্রী হিমানীও পরেছিলেন হালকা গোলাপি রঙের পোশাক। তাঁর গলাতেও ছিল গোলাপি রঙের গোলাপ ফুলের মালা।
