shono
Advertisement

Breaking News

Weightlifting

কলকাতায় একই মঞ্চে লড়াই, ভারোত্তোলনে সোনা জয় মা-মেয়ের

‘অস্মিতা ভারোত্তোলন লিগ’-এ একসঙ্গে লড়াইয়ে নেমেছিলেন তাঁরা।
Published By: Prasenjit DuttaPosted: 01:39 PM Nov 29, 2025Updated: 01:39 PM Nov 29, 2025

স্টাফ রিপোর্টার: কলকাতা শহরে তখন সন্ধ্যা নামছে একটু একটু করে। ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে গলায় একটা সোনার পদক ঝুলিয়েও চিন্তিত মুখে দাঁড়িয়ে ছিলেন রাজ্যশ্রী হালদার। কারণ তখন যে মঞ্চে চলছিল তাঁর মা রাখি হালদারের লড়াই। শেষ পর্যন্ত সোনা জিতলেন তিনিও। আর ভারোত্তোলনের একই মঞ্চে মা-মেয়ের চ্যাম্পিয়ন হওয়ার বিরল নজির গড়লেন রাখি-রাজ্যশ্রী।

Advertisement

শুক্রবার থেকে ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে শুরু হয়েছে ‘অস্মিতা ভারোত্তোলন লিগ’-এর পূর্বাঞ্চলীয় পর্ব। সেখানেই একসঙ্গে লড়াইয়ে নেমেছিলেন ভারতীয় ভারোত্তোলনের চেনা মুখ রাখি এবং তাঁর কন্যা রাজ্যশ্রী। কমনওয়েলথ চ্যাম্পিয়নশিপে সোনাজয়ী রাখি লড়লেন ৬৯ কেজি বিভাগে। আর বছর উনিশের রাজ্যশ্রী ছিলেন ৫৮ কেজি বিভাগে। দুপুরে নিজের ইভেন্টে সোনা জেতার পর যেন মায়ের ‘কোচ’ হয়ে উঠেছিলেন তিনি।

রাখি বলছিলেন, “এমনিতে আমি ওর কোচ। কিন্তু আজকে আমার ইভেন্টের সময় যেন ভূমিকাটা উল্টে গিয়েছিল। ও আমাকে সব বলে দিচ্ছিল। কখন পাওয়ার নিতে হবে, কখন একবারে ওজন তুলতে হবে, হাতের পজিশন কেমন হবে, সবটাই।”

এদিন সোনা জয়ের পথে ক্লিন অ্যান্ড জার্কে ৮৫ কেজি তোলেন রাজ্যশ্রী, স্ন্যাচে ১০৮ কেজি। মোট ১৯৩ কেজি তুলে চ্যাম্পিয়ন হয়েছেন তিনি। রাখি মোট তুলেছেন ১৭৮ কেজি। ক্লিন অ্যান্ড জার্কে ৭৭, স্ন্যাচে ১০১।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে গলায় একটা সোনার পদক ঝুলিয়েও চিন্তিত মুখে দাঁড়িয়ে ছিলেন রাজ্যশ্রী হালদার।
  • কারণ তখন যে মঞ্চে চলছিল তাঁর মা রাখি হালদারের লড়াই। শেষ পর্যন্ত সোনা জিতলেন তিনিও।
  • আর ভারোত্তোলনের একই মঞ্চে মা-মেয়ের চ্যাম্পিয়ন হওয়ার বিরল নজির গড়লেন রাখি-রাজ্যশ্রী।
Advertisement