সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এই মুহূর্তে ভারতীয় জুনিয়র হকি দল বিশ্বকাপের প্রস্তুতিতে ব্যস্ত। চিলির সান্তিয়াগোতে ১ ডিসেম্বর থেকে শুরু হবে বিশ্বকাপ। তার আগে ভারতীয় জুনিয়র হকি দলের কোচের বিরুদ্ধে উঠল যৌন হেনস্তার অভিযোগ। চাঞ্চল্যকর ঘটনা খতিয়ে দেখতে তদন্তের নির্দেশ দিয়েছেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী মনসুখ মাণ্ডব্য।
এক আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, চলতি বছরের জুনে আর্জেন্টিনা, বেলজিয়াম এবং নেদারল্যান্ডসে সফর করে ভারতীয় দল। এরপর সেপ্টেম্বরে অস্ট্রেলিয়ায় যায় ভারতের জুনিয়ররা। সফরকালে এক মহিলা খেলোয়াড়কে বেশ কয়েকবার কোচের ঘরে যেতে দেখা গিয়েছে বলে অভিযোগ। এই ঘটনা দলের বাকি সদস্যের মধ্যে অস্বস্তির পরিবেশ তৈরি করেছে।
ভারতীয় হকি ফেডারেশন তৈরির শতবর্ষ উপলক্ষে দেশব্যাপী নানান অনুষ্ঠান চলছে। খুশির এই মুহূর্তে এমন ঘটনা সত্যিই উদ্বেগের। যদিও এখনও পর্যন্ত পুলিশ এবং হকি ইন্ডিয়ার কাছে এ বিষয়ে কোনও লিখিত অভিযোগ জমা পড়েনি। তবে, গোটা ঘটনা চাউর হতেই ফের খেলারদুনিয়ায় নারী নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। সূত্রের খবর, বিষয়টি ইতিমধ্যেই ক্রীড়ামন্ত্রী মনসুখ মাণ্ডব্যকে জানানো হয়েছে। তিনি হকি ফেডারেশনের কর্তাদের উপযুক্ত তদন্ত পরিচালনার নির্দেশও দিয়েছেন। আপাতত যৌন হয়রানি প্রতিরোধ আইন (PoSH) অনুসারে, কোচ, খেলোয়াড় এবং অভিযোগকারীর পরিচয় গোপন রাখা হয়েছে।
হকি ইন্ডিয়ার সেক্রেটারি জেনারেল ভোলানাথ সিং বলছেন, "এই প্রথম আমি এমন কোনও সমস্যার কথা শুনছি। আপাতত কোনও মন্তব্য করতে চাই না। কারণ আমাদের হাতে এখনও কোনও অভিযোগ জমা পড়েনি। আমরা মন্ত্রণালয়ের রিপোর্টের জন্য অপেক্ষা করব।" ক্রীড়াক্ষেত্রে যৌন হেনস্তার ঘটনা এই প্রথম নয়। এর আগেও একাধিকবার এই ধরনের অভিযোগে বিদ্ধ হয়েছে বিভিন্ন ক্রীড়াক্ষেত্র। সাম্প্রতিক সময়ে হরিয়ানার রোহতকের এক নাবালিকা বক্সারকে যৌন হেনস্তার অভিযোগ উঠেছিল জাতীয় বক্সিং অ্যাকাডেমির মহিলা কোচের বিরুদ্ধে।
