shono
Advertisement
Supreme Court

সুশীল কুমারের জামিন বাতিল সুপ্রিম কোর্টে! এক সপ্তাহের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ

খুনের মামলায় দীর্ঘদিন তিহার জেলে বন্দি ছিলেন অলিম্পিকে জোড়া পদকজয়ী কুস্তিগির।
Published By: Biswadip DeyPosted: 11:11 AM Aug 13, 2025Updated: 11:23 AM Aug 13, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: খুনের মামলায় অস্বস্তি সুশীল কুমারের। বুধবার তাঁর জামিন বাতিল করে দিল সুপ্রিম কোর্ট। সেই সঙ্গেই একসপ্তাহের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়েছে অলিম্পিকে জোড়া পদকজয়ী কুস্তিগিরকে। উল্লেখ্য, জুনিয়র কুস্তিগির সাগর ধনকড়কে খুনের অভিযোগে প্রায় সাড়ে তিন বছর ধরে জেলে বন্দি ছিলেন তিনি। গত মার্চে তাঁকে জামিন দিয়েছিল দিল্লি হাই কোর্ট। এবার সেই জামিন বাতিল করে দিল শীর্ষ আদালত।

Advertisement

প্রসঙ্গত, ২০২১ সালের ৪ মে দিল্লির ছত্রশাল স্টেডিয়ামে প্রাক্তন জাতীয় চ্যাম্পিয়ন কুস্তিগির সাগরকে খুন করেন সুশীল। সেই ঘটনার ভিডিও ভাইরাল হয়ে যায়। ঘটনার সঙ্গে জড়িয়ে থাকা অন্যান্য অভিযুক্তদের মতে, তারকা কুস্তিগিরের কথাতেই সাগরকে মারধর করা হয়েছিল। আবার তদন্তকারীদের জেরায় সুশীল বলেছিলেন, তিনি সাগরকে উচিত শিক্ষা দিতে চেয়েছিলেন। তাই মারধরের পরিকল্পনা। কিন্তু খুন করতে চাননি কখনওই।

খুনের পর থেকেই পলাতক ছিলেন ভারতের ইতিহাসে অন্যতম সফল ক্রীড়াবিদ। কিন্তু শেষরক্ষা হয়নি। কয়েকদিনের মধ্যেই তাঁকে গ্রেপ্তার করে দিল্লি পুলিশ। সুশীলকে সাময়িক ভাবে পুলিশি হেফাজতে রাখা হলেও পরবর্তীকালে তাঁকে জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দেয় আদালত। ২০২২ সালের অক্টোবর মাসে খুনের মামলায় চার্জ গঠন হয় সুশীলের বিরুদ্ধে। সুশীল-সহ মোট ১৭ জনের নাম ছিল মামলার চার্জশিটে। নিহত কুস্তিগিরের পরিবার চেয়েছিল, অবিলম্বে ফাঁসি দেওয়া হোক সুশীলকে।

এরপর থেকে প্রায় সাড়ে তিন বছর জেলেই কেটেছে সুশীলের। কিন্তু গত মার্চে দিল্লি হাই কোর্টে তাঁকে জামিন দেওয়া হয় ৫০ হাজার টাকা বন্ডের বিনিময়ে। কিন্তু এবার সুপ্রিম কোর্ট সেই জামিন বাতিল করে দিল। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • খুনের মামলায় অস্বস্তি সুশীল কুমারের। বুধবার তাঁর জামিন বাতিল করে দিল সুপ্রিম কোর্ট।
  • সেই সঙ্গেই একসপ্তাহের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়েছে অলিম্পিকে জোড়া পদকজয়ী কুস্তিগিরকে।
  • উল্লেখ্য, জুনিয়র কুস্তিগির সাগর ধনকড়কে খুনের অভিযোগে প্রায় সাড়ে তিন বছর ধরে জেলে বন্দি ছিলেন তিনি।
Advertisement