shono
Advertisement
Vaibhav Suryavanshi

১৪ বছর বয়সে ফের চমক! এবার প্রো কবাডি লিগে নতুন ভূমিকায় বৈভব

নতুন দায়িত্ব পালন করে কী বললেন ভারতের এই 'বিস্ময় প্রতিভা'?
Published By: Prasenjit DuttaPosted: 10:33 AM Aug 30, 2025Updated: 10:37 AM Aug 30, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ব্যাট হাতে তার দাপট আইপিএলের দৌলতে ইতিমধ্যেই দেখে ফেলেছে ক্রিকেটবিশ্ব। এবার কবাডিতে নতুন ভূমিকায় বৈভব সূর্যবংশী। ভারতের এই 'বিস্ময় প্রতিভা'কে প্রো কবাডির ১২তম মরশুমের উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছিল। সেখানে ১৪ বছর বয়সি রাজস্থান রয়্যালসের এই ক্রিকেটারকে দেশের কিংবদন্তি ক্রীড়া ব্যক্তিত্বদের সঙ্গে যোগ দিতে দেখা গেল।

Advertisement

অনুষ্ঠানে টিম ইন্ডিয়ার অনূর্ধ্ব-১৯ দলের ওপেনার বৈভব ছাড়াও উপস্থিত ছিলেন কিংবদন্তি ব্যাডমিন্টন তারকা পুল্লেলা গোপীচাঁদ, প্রাক্তন হকি অধিনায়ক ধনরাজ পিল্লাই, কবাডি সুপারস্টার প্রদীপ নারওয়াল প্রমুখ। আর এমন চাঁদের হাটে থাকতে পেরে আনন্দ ধরছে না তার।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বৈভবের মন্তব্য, "আমার বয়স যখন পাঁচ কী ছয়, তখন থেকেই কবাডি খেলছি। তাই ম্যাটে ফিরে প্রথমবারের মতো সরাসরি খেলা দেখতে সত্যিই ভালো লাগছিল। কেবল কবাডি নয়, টেবিল টেনিসও পছন্দ করি। কিন্তু ক্রিকেট সব সময়ই আমার প্রথম প্রেম। পিকেএলে আমি পাটনা পাইরেটসকে সমর্থন করব। কারণ এটা আমার হোম টিম। বেঙ্গালুরু বুলসেরও প্রশংসা করব। এই দলে রয়েছেন পবন শেহরাওয়াতের তারকা।"

ম্যাটে বৈভবকে কিছুক্ষণ ক্রিকেট খেলতেও দেখা যায়। সমস্ত বলই সে স্ট্যান্ডে পাঠায়। তাছাড়াও কবাডিও খেলেছে সে। এর আগে বৈভব বলেছিল, "খেলাধুলা শৃঙ্খলা শেখায়। জাতীয় ক্রীড়া দিবসে এ কথাই স্মরণ করি। রাজস্থান রয়্যালসের অংশ হতে পেরে ভাগ্যবান। আমার আশা, আমার মতো কম বয়সিরা ক্রিকেটের প্রতি আরও আগ্রহী হবে। বিশ্বাস রাখবে নিজেদের উপর।"

দক্ষিণী ডার্বিতে প্রো কবাডি লিগে অন্যরকম সুর তৈরি হয়েছিল। রোমাঞ্চকর ম্যাচে তেলুগু টাইটানসকে ৩৮-৩৫ ব্যবধানে পরাজিত করে তামিল থালাইভাস। দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয়েছিল বেঙ্গালুরু বুলস এবং পুনেরি পল্টন। নির্ধারিত সময়ে খেলাটি ৩২-৩২ ব্যবধানে শেষ হয়। শেষমেশ টাইব্রেকারে গত মরশুমের চ্যাম্পিয়ন পুনেরি পল্টন ৬-৪ ব্যবধানে টেক্কা দেয় বেঙ্গালুরুকে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ব্যাট হাতে তার দাপট আইপিএলের দৌলতে ইতিমধ্যেই দেখে ফেলেছে ক্রিকেটবিশ্ব।
  • এবার কবাডিতে নতুন ভূমিকায় বৈভব সূর্যবংশী।
  • ভারতের এই 'বিস্ময় প্রতিভা'কে প্রো কবাডির ১২তম মরশুমের উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছিল।
Advertisement