সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্যারিস অলিম্পিকেও রাজনীতি হয়েছে বলে বিস্ফোরক অভিযোগ আনলেন ভিনেশ ফোগাট (Vinesh Phogat)। সদ্য অবসর নেওয়া কুস্তিগিরের মতে, অলিম্পিকে স্বপ্নভঙ্গের পরে যখন তিনি হাসপাতালে ভর্তি সেসময়ে কেবল প্রচার পাওয়ার জন্য সেখানে দেখা করতে এসেছিলেন ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট পিটি উষা (PT Usha)। ভিনেশের অজান্তেই তাঁর সঙ্গে উষার ছবি তুলে সেটা নেটদুনিয়ায় ছড়িয়ে দেওয়া হয়েছে বলেও দাবি করেছেন তিনি। সবমিলিয়ে হতাশ ভিনেশের আফশোস, "আর কীসের জন্য কুস্তি চালিয়ে যাব?"
মাত্র ১০০ গ্রাম বাড়তি ওজনের কারণে প্যারিস অলিম্পিকে ৫০ কেজি ফ্রিস্টাইল কুস্তির ফাইনালে নামতে পারেননি ভিনেশ। রাতভর ওজন কমানোর চেষ্টা করেছিলেন। তার জেরে ডিহাইড্রেশন হয়ে হাসপাতালে ভর্তি করতে হয় ভিনেশকে। গেমস ভিলেজের সেই হাসপাতালেই ভিনেশের সঙ্গে দেখা করতে যান আইওএ প্রেসিডেন্ট তথা রাজ্যসভার সাংসদ পিটি উষা। তাঁদের ছবিও পোস্ট করা হয় সোশাল মিডিয়ায়। সেই সময়ে কিংবদন্তি দৌড়বিদ জানিয়েছিলেন, ভিনেশকে সমস্তরকম ভাবে সাহায্য করা হবে।
[আরও পড়ুন: মাঝরাতে জুনিয়র ডাক্তারদের অবস্থানে নির্যাতিতার বাবা-মা, বার্তা পাশে থাকার]
যদিও বাস্তবে তেমনটা হয়নি বলেই দাবি তারকা কুস্তিগিরের। সদ্যই কংগ্রেসে যোগ দিয়ে হরিয়ানা বিধানসভা নির্বাচনে প্রার্থী হয়েছেন ভিনেশ। তার পরেই একটি সাক্ষাৎকারে ক্ষোভ উগরে দিয়ে তিনি বলেন, "প্যারিসে ঠিক কী ধরনের সাহায্য পেয়েছি আমার জানা নেই। হাসপাতালে পিটি উষা ম্যাম আমার সঙ্গে দেখা করে একটা ছবি তোলেন। কিন্তু বন্ধ দরজার পিছনে অনেক রাজনীতি হয়। প্যারিসেও ঠিক সেটাই হয়েছিল। তাতেই আমার মন ভেঙে গিয়েছিল। নয়তো অনেকেই চেয়েছিল আমি কুস্তি চালিয়ে যাই। কিন্তু কীসের জন্য কুস্তি লড়ব? এখন তো সর্বত্রই রাজনীতি হয়।"
পিটি উষাকে একহাত নিয়ে ভিনেশ বলেন, "আমি হাসপাতালের বিছানায় পড়ে রয়েছি, জানি না বাইরের দুনিয়ায় কী চলছে। জীবনের সবচেয়ে খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি। আর সেই পরিস্থিতিতে উনি আমাকে না বলেই ছবি তুলছেন যেন সোশাল মিডিয়ায় সকলের কাছে জাহির করতে পারেন যে উনি আমার পাশে রয়েছেন।" ভিনেশের মতে, এভাবে মোটেই পাশে থাকা যায় না। কেবল পোজ দিয়ে ছবি তোলা যায়। যদিও ভিনেশের এমন বিস্ফোরক অভিযোগ নিয়ে পিটি উষা বা আইওএর তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি।