shono
Advertisement
Mamata Banerjee

'অলিম্পিকে পদক জিতে বাংলার মুখ উজ্জ্বল করবে', জোড়া সোনাজয়ী কোয়েলকে কুর্নিশ মুখ্যমন্ত্রীর

ভারোত্তোলনের কমনওয়েলথ চ্যাম্পিয়নশিপে বিশ্বরেকর্ডের হ্যাটট্রিক ১৭ বছর বয়সি কোয়েলের।
Published By: Anwesha AdhikaryPosted: 05:41 PM Aug 27, 2025Updated: 05:41 PM Aug 27, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কমনওয়েলথ ইয়ুথ চ্যাম্পিয়নশিপে জয়জয়কার বাংলার মেয়ে কোয়েল বরের। মঙ্গলবার রাতে মেয়েদের ৫৩ কেজি বিভাগে বিশ্বরেকর্ড গড়ে জোড়া সোনা জেতেন তিনি। ইয়ুথ এবং জুনিয়র দুই ক্যাটেগরিতেই কোয়েলের ঝুলিতে স্বর্ণপদক এসেছে। এমনকি সিনিয়র ক্যাটেগরির দ্বিতীয় স্থানাধিকারীর চেয়েও বেশি ওজন তুলেছেন বাংলার কিশোরী ভারোত্তোলক। তাঁর সাফল্যে উচ্ছ্বসিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও।

Advertisement

এ বছর গুজরাটে ভারোত্তোলনের কমনওয়েলথ চ্যাম্পিয়নশিপ চলছে। ওই প্রতিযোগিতায় দেশের নাম উজ্জ্বল করেছে দুই বঙ্গ সন্তান। ছেলেদের ইয়ুথ ৬৫ কেজি বিভাগে সোনা জিতেছে বাংলার অনীক মোদি। স্ন্যাচ এবং ক্লিন অ্যান্ড জার্ক বিভাগ মিলিয়ে মোট ২৩৮ কেজি ভারোত্তোলন করেছে সে। তবে কমনওয়েলথ ইয়ুথ চ্যাম্পিয়নশিপে হইচই ফেলে দিয়েছে বাংলার মেয়ে কোয়েল।

মঙ্গলবার রাতেই তার ঝুলিতে আসে জোড়া সোনা। কেবল স্বর্ণপদক জেতাই নয়, সঙ্গে বিশ্বরেকর্ডের হ্যাটট্রিকও করেছে ১৭ বছর বয়সি কোয়েল। স্ন্যাচ এবং ক্লিন অ্যান্ড জার্ক বিভাগে এতদিন পর্যন্ত ইউথ ক্যাটেগরিতে ১৯২ কেজি ওজন তোলেননি কোনও মহিলা প্রতিযোগী। ক্লিন অ্যান্ড জার্ক বিভাগেই ১০৭ কেজি ওজন তুলেছে কোয়েল, সেটাও বিশ্বরেকর্ড। মহিলাদের জুনিয়র বিভাগেও বিশ্বরেকর্ড গড়েছে কোয়েল।

'বাংলার মেয়ে'র এমন সাফল্যে উচ্ছ্বসিত মুখ্যমন্ত্রী। এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, ‘আমাদের বাংলার ঘরের মেয়ে, হাওড়ার বাসিন্দা কোয়েল বর আহমদাবাদে অনুষ্ঠিত ভারোত্তোলনের কমনওয়েলথ চ্যাম্পিয়নশিপে বিশ্বরেকর্ডের হ‍্যাটট্রিক করে জোড়া সোনা জিতে বাংলাকে গর্বিত করেছে। আমি ওকে আমার আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা জানাই।’ আগামী দিনে কোয়েল আরও এগিয়ে যান, প্রার্থনা করেছেন মুখ্যমন্ত্রী। উল্লেখ্য, হাওড়ার বাসিন্দা কোয়েলের বাবা পেশায় মাংস বিক্রেতা। কঠিন লড়াই করে ভারোত্তলোনের স্বপ্ন এগিয়ে নিয়ে গিয়েছেন কোয়েল। আগামী দিনে তাঁকে বড়সড় সংবর্ধনা দেবে রাজ্য সরকার, খবর সূত্রের। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • এ বছর গুজরাটে ভারোত্তোলনের কমনওয়েলথ চ্যাম্পিয়নশিপ চলছে। ওই প্রতিযোগিতায় দেশের নাম উজ্জ্বল করেছে দুই বঙ্গ সন্তান।
  • মঙ্গলবার রাতেই তার ঝুলিতে আসে জোড়া সোনা। কেবল স্বর্ণপদক জেতাই নয়, সঙ্গে বিশ্বরেকর্ডের হ্যাটট্রিকও করেছে ১৭ বছর বয়সি কোয়েল।
  • হাওড়ার বাসিন্দা কোয়েলের বাবা পেশায় মাংস বিক্রেতা। কঠিন লড়াই করে ভারোত্তলোনের স্বপ্ন এগিয়ে নিয়ে গিয়েছেন কোয়েল।
Advertisement