সুকুমার সরকার, ঢাকা: ছাত্র আন্দোলনের জের৷ সোশ্যাল মিডিয়ায় কড়া নজরদারি সরকারের৷ গুজব ছড়ানোর অভিযোগে ইতিমধ্যে গ্রেপ্তার একশোরও বেশি পড়ুয়া৷ পুলিশের অভিযোগ, একাধিক বিশ্ববিদ্যালয় থেকে ধৃত ওই পড়ুয়ারা হিংসা ছড়ানোর চেষ্টা করছিল৷
[আজ জাকার্তায় শুরু এশিয়ান গেমস, রেকর্ড পদকজয়ের লক্ষ্যে নামছে ভারত]
২৯ জুলাই ঢাকায় বেপরোয়া বাসের বলি হয় দুই পড়ুয়া৷ তারপরই নিরাপত্তার দাবিতে রাজপথে নেমে পড়ে হাজার হাজার পড়ুয়া৷ ছাত্র আন্দোলন ক্রমশ রূপ নেয় রাজনৈতিক প্রতিবাদের৷ হাসিনা সরকারের বিরুদ্ধে সরব হন বুদ্ধিজীবীদের একাংশ৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে পরিবহণ ব্যবস্থায় আমূল পরিবর্তনের কথা ঘোষণা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা৷ একই সঙ্গে আন্দোলনের নামে অরাজকতা মেনে নেওয়া হবে না বলে সাফ জানিয়ে দেন তিনি৷ আন্দোলন চলাকালীন একাধিক ছাত্রীকে ধর্ষণ ও খুন করা হয় বলেও খবর রটে সোশ্যাল মিডিয়ায়৷ অভিযোগের তির অবশ্যই শাসক শিবিরের দিকে৷ তারপরই পালটা নজরদারি শুরু করে সরকার৷ গুজব ছড়ানোর দায়ে গ্রেপ্তার করা হয় বিখ্যাত ফটোগ্রাফার শহিদুল আলম ও অভিনেত্রী নওশাবাকে৷
এই ঘটনার প্রেক্ষিতে হাসিনা বলেন, “রাজনৈতিক উদ্দেশ্য পূরণে পড়ুয়াদের ব্যবহার করা হচ্ছে৷ ষড়যন্ত্রকারীরা দেশের উন্নয়ন সহ্য করতে পারছে না৷ তাই অশান্তি ছড়াতে ছাত্রদের ব্যবহার করছে তারা।” সব মিলিয়ে নির্বাচনের আগে সরকারের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে বলেই ইঙ্গিত করলেন হাসিনা৷ এছাড়াও বিক্ষোভকারীদের উসকানি দিচ্ছে বিএনপি বলেও পরোক্ষে অভিযোগ হাসিনার৷ বিরোধীদের পালটা অভিযোগ, ছাত্র আন্দোলন দমনের জন্য রাষ্ট্রশক্তির অপব্যবহার করছে সরকার৷ শাসকদলের ছাত্র সংগঠন ছাত্র লিগের একাধিক নেতা ধর্ষণ ও খুনে জড়িত৷
[ভিক্ষুকের বাড়িতে বিদ্যুতের বিল লক্ষাধিক টাকা, হয়রানির শিকার ‘ভিখারি গ্রাম’]
The post গুজব ছড়ানোর দায়ে বাংলাদেশে গ্রেপ্তার শতাধিক পড়ুয়া appeared first on Sangbad Pratidin.