সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ওয়েবসাইট তৈরি করে বেআইনি ভাবে পাতা হয়েছে লগ্নির ফাঁদ! শুধু তাই নয়, ভুয়ো পার্ট-টাইম চাকরি দেওয়ার নামে হাতিয়ে নেওয়া হচ্ছে হাজার হাজার, লক্ষ লক্ষ টাকা। এমনই একশোরও বেশি ওয়েবসাইটকে চিহ্নিত করে ব্লক করল কেন্দ্র।
চিনের তৈরি এই ওয়েবসাইটগুলিকে গত সপ্তাহে শনাক্ত করেছে কেন্দ্রের জাতীয় সাইবার ক্রাইম থ্রেট অ্যানালিটিক্স ইউনিট। এর পরই কেন্দ্রীয় ইলেট্রনিক্স তথ্যপ্রযুক্তি মন্ত্রকের তরফে ওয়েবসাইটগুলিকে ব্লক করার পদক্ষেপ করা হয়। গ্রাহকদের ব্যক্তিগত তথ্যের সুরক্ষা এবং নিরাপত্তার কথা ভেবেই দ্রুত এই ব্যবস্থা করা হল।
[আরও পড়ুন: গোড়ালিতে চোট নিয়েই বিশ্বকাপে আগুন ধরিয়েছিলেন! দক্ষিণ আফ্রিকা টেস্ট সিরিজে অনিশ্চিত শামি]
যতদিন যাচ্ছে, ততই বাড়ছে অনলাইন প্রতারণা। কখনও ফোন করে তো কখনও মেসেজে লিংক পাঠিয়ে গ্রাহককে উসকানি দেওয়া হচ্ছে। আর সেই ফাঁদে পা দিতেই সাফ ব্যাঙ্ক অ্যাকাউন্ট। আবার অনেক সময়ই শোনা যাচ্ছে, অল্প সময়ের জন্য বাড়ি বসে কাজ করেই বিপুল টাকা রোজগারের অফার দেওয়া হচ্ছে। ইউটিউবের ভিডিও লাইক করার মতো সহজ কাজ করতে হবে, প্রস্তাব ছিল এমনই। যে লোভনীয় প্রস্তাবে নামী সংস্থার কর্মীরাও পা দিয়ে সর্বস্ব খোয়াচ্ছেন। সাম্প্রতিক সময়ে এমন ধরনের খবর প্রায়শই উঠে আসছে শিরোনামে। এমনই সব কাজ করা হত এই ওয়েবসাইটগুলির মাধ্যমে।
কেন্দ্রের তরফে জানানো হয়েছে, ডিজিটাল বিজ্ঞাপন, চ্যাট মেসেঞ্জারের মাধ্যমে প্রতারণার ছক কষেছিল এই ওয়েবসাইটগুলি। প্রতারকরা কার্ড নেটওয়ার্ক, ক্রিপ্টোকারেন্সি, বিদেশি এটিএমকে মাধ্যম করে টাকা হাতিয়ে নিচ্ছিল। এবার তাতে রাশ টানল কেন্দ্র।