সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতবর্ষ। বিবিধের মাঝে মিলন মহান যে দেশে। সেই দেশের ১৩০ কোটিরও বেশি মানুষ চাইলে কি না পারেন। চেষ্টা করলেই যে অনেক অসাধ্য সাধন হয় তা বোধহয় এই অনন্য কীর্তিকে দেখলেই বোঝা যায়। শনিবার জাতীয় সংগীত গেয়ে নয়া বিশ্ব রেকর্ড হল গুজরাটের রাজকোটের এক অখ্যাত গ্রামে। প্রায় সাড়ে তিন লক্ষেরও বেশি মানুষ একসঙ্গে গাইলেন ‘জনগণমন’। আর তাতেই এক অনন্য কীর্তি স্থাপন করলেন কাগভড়ের মানুষ। শনিবার নবনির্মিত খোদালধাম মন্দিরে হিন্দু দেবী খোদিয়ারের বিগ্রহ স্থাপনের লগ্নে এই রেকর্ড করলেন ৩.৫ লক্ষ মানুষ, জানিয়েছেন মন্দির ট্রাস্টের এক সদস্য হংসরাজ গজেরা।
(ঢালাও নয়া নোটের বন্দোবস্ত রিজার্ভ ব্যাঙ্কের)
এর আগে ২০১৪ সালে বাংলাদেশের জাতীয় সংগীত গেয়েছিলেন একসঙ্গে ২,৫৪,৫৩৭ মানুষ। শনিবার সেই ভেঙে গেল কাগভড়ে। এদিন প্রায় ৪০ কিমি লম্বা শোভাযাত্রা এবং ১০০৮ কুণ্ডের মহাযজ্ঞ অনুষ্ঠিত করে দুটি নয়া রেকর্ড গড়ে লিমকা বুকে নাম তুলেছে ওই মন্দির। খোদিয়ার দেবী হল গুজরাটের লিউভা প্যাটেল সম্প্রদায়ের অন্যতম আরাধ্যা। ট্রাস্টের দাবি, জানুয়ারির ১৭ তারিখ থেকে পাঁচদিন ব্যাপী এই বিগ্রহস্থাপন অনুষ্ঠানে প্রায় ৫০ লক্ষেরও বেশি ভক্তসমাগম হয়েছে মন্দিরে। প্রায় ৬০ কোটি টাকা ব্যয়ে নির্মিত হয়েছে এই মন্দির।