shono
Advertisement

Breaking News

নাচতে ভালবাসেন? তবে এই আঙ্কলের ডান্স স্টেপে পা মেলাতেই হবে আপনাকে

ঢল নেমেছে নাচ নকল করে ফেসবুকে পোস্টের৷ The post নাচতে ভালবাসেন? তবে এই আঙ্কলের ডান্স স্টেপে পা মেলাতেই হবে আপনাকে appeared first on Sangbad Pratidin.
Posted: 02:50 PM Jun 02, 2018Updated: 03:05 PM Jun 02, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সোশ্যাল মিডিয়ায় এখন খুবই অ্যাকটিভ নেটিজেনরা৷ প্রায় প্রত্যেকদিনই কোনও না কোনও ভাইরাল ভিডিও ফেসবুকে আমাদের নজরে আসে৷ তবে ভোপালের বাসিন্দা সঞ্জীব শ্রীবাস্তব যা করেছেন তা দেখে কার্যত অবাক গোটা দেশ৷ ভিডিওর প্রভাব একটাই পড়েছে যে খোদ টুইট করে ভিডিওর প্রশংসা করেছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান৷

Advertisement

পেশায় শিক্ষক সঞ্জীব শ্রীবাস্তব কিশোর বয়স থেকেই বলিউড সুপারস্টার গোবিন্দার ভক্ত৷ গোবিন্দার গান, তাঁর নাচ, নাচের স্টাইল সবেতেই মাতোয়ারা ছিলেন তিনি৷ গোবিন্দা-রবিনা টন্ডন জুটির কোনও সিনেমাই এখনও পর্যন্ত বাদ পড়েনি তাঁর৷ এহেন সঞ্জীব বাবু সম্প্রতি যান একটি অনুষ্ঠান৷ সেখানে গিয়ে গোবিন্দার বিখ্যাত গান ‘আপকে আজানে সে’-তে নাচতে থাকেন তিনি৷ কেবল তিনি একাই নন, তাতে অংশগ্রহণ করেন শ্রীমতি শ্রীবাস্তবও৷ হুবহু, গোবিন্দার মতো নাচলেন এই স্কুল শিক্ষক, সঙ্গে বাদ পড়ল না রবিনা টান্ডনের ডান্স স্টেপসও৷ সেটাও নিজেই করলেন তিনি৷ পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে স্বামীকে হাততালি দিয়ে উৎসাহ দেন স্ত্রী৷ সঞ্জীব শ্রীবাস্তবের সেই ভিডিওই ছড়িয়ে পড়তে থাকে ফেসবুকের ওয়ালে ওয়ালে৷ রাতারাতি ভাইরাল৷

মিনিটের মধ্যে শিক্ষক সঞ্জীব শ্রীবাস্তব নেটিজেনদের কাছে হয়ে ওঠেন ‘ডান্সিং আঙ্কল’৷ এমনকি তাঁর নাচের প্রতিটি স্টেপ নকল করে ফেসবুকে আপলোড করতে থাকেন অনেকে৷ নাচের ভিডিওর প্রচার এতই হয়েছে যে তা গিয়ে পৌঁছে গিয়েছে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানের কাছে৷ ভিডিওটি নিজে টুইটারে পোস্ট করে, প্রশংসা করেছেন মুখ্যমন্ত্রী৷

The post নাচতে ভালবাসেন? তবে এই আঙ্কলের ডান্স স্টেপে পা মেলাতেই হবে আপনাকে appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement