shono
Advertisement

নওয়াজ শরিফের বাড়ির পাশে বিস্ফোরণ, নিহত অন্তত ৯

হামলার দায় স্বীকার করল তেহরিক-ই-তালিবান। The post নওয়াজ শরিফের বাড়ির পাশে বিস্ফোরণ, নিহত অন্তত ৯ appeared first on Sangbad Pratidin.
Posted: 11:56 AM Mar 15, 2018Updated: 03:22 PM Aug 27, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের ভয়াবহ বিস্ফোরণে রক্তাক্ত পাকিস্তান। এবার জেহাদিদের নিশানায় খোদ দেশটির প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। বুধবার শরিফের বাসভবনের কাছে আত্মঘাতী বিস্ফোরণ ঘটায় এক জঙ্গি। ওই ধামাকায় ৯ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে ৫ জন পুলিশকর্মী। আহত হয়েছেন আরও ২৫ জন।

Advertisement

পাক সংবাদ সংস্থা সূত্রে খবর, নিসার চেক পোস্টের কাছে এই বিস্ফোরণটি ঘটে। ঠিক তার পাশেই তবলিঘি জামাতের কেন্দ্র। বিস্ফোরণটি ঘটায় এক কিশোর জঙ্গি। হামলাকারী মোটরসাইকেলে এসেছিল। ঘটনার সময় ওই চেকপোস্টে ১৪ জন পুলিশকর্মী ছিলেন। বিস্ফোরণটি এতটাই শক্তিশালী যে কয়েক কিলোমিটার দূর থেকেও তার শব্দ শোনা যায়। দূর থেকে দেখা যায় আগুনের বিশাল গোলা। এই বিস্ফোরণের দায় স্বীকার করেছে তেহরিক-ই-তালিবান জঙ্গি সংগঠনটি। ঘটনার নিন্দা করেছেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী শাহবাজ শরিফ।

উল্লেখ্য, আগামী সপ্তাহেই লাহোরে অনুষ্ঠিত হতে চলেছে ‘পাকিস্তান সুপার লিগের’ সেমি-ফাইনাল। তার আগে এহেন হামলায় প্রশ্নের মুখে পড়েছে নিরাপত্তা ব্যবস্থা। পাঞ্জাবের ইনস্পেক্টর জেনারেল আরিফ নওয়াজ জানান, পূর্বনির্ধারিত সূচী মতেই পিএসএল-এর খেলা হবে। এর জন্য নিরাপত্তা বাড়িয়ে তোলা হয়েছে। চলতি বছরে লাহোরে এটাই প্রথম বড় মাপের জঙ্গি হানা। আমেরিকার সন্ত্রাসবিরোধী লড়াইয়ে সহযোগী পাকিস্তান। কয়েক বছর থেকেই নর্থ ওয়াজিরিস্তান অঞ্চলে তালিবানের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে পাক সেনা। তারপর থেকেই পালটা হামলা বাড়িয়ে তুলেছে জঙ্গি সংগঠনটি। এর খেসারত দিতে হচ্ছে সাধারণ নাগরিকদের।

[চিন ও পাকিস্তানকে ঠেকাতে এবার একযোগে আসরে ভারতীয় রেল ও সেনা]

The post নওয়াজ শরিফের বাড়ির পাশে বিস্ফোরণ, নিহত অন্তত ৯ appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement