সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জম্মু ও কাশ্মীরের কাঠুয়াতে সেনা কনভয়ে জঙ্গি হামলার ঘটনায় পাকিস্তান যোগের ইঙ্গিত। সেনা সূত্রে দাবি করা হচ্ছে, সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করেছিল জঙ্গিরা। শুধু তাই নয়, এই হামলায় আমেরিকার তৈরি অস্ত্র জঙ্গিরা ব্যবহার করেছিল বলে জানা যাচ্ছে। সব মিলিয়ে এই ঘটনায় প্রকাশ্যে আসছে একের পর এক বিস্ফোরক তথ্য।
সোমবার বিকেলে কাঠুয়া জেলার মাছেদি এলাকায় রুটিন টহলদারি চালাচ্ছিল সেনাবাহিনী। ঠিক সেই সময় সেনার কনভয় লক্ষ্য করে অতর্কিতে হামলা চালায় একদল জঙ্গি। গ্রেনেড ছোড়ার পাশাপাশি এলোপাথাড়ি গুলি চালিয়ে পাশের জঙ্গলে পালায় জঙ্গিরা। এই হামলায় শহিদ হন ৫ সেনা জওয়ান। পাশাপাশি আহত হন ৬ জওয়ান। তাঁদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। হামলার ঘটনার পর সেনা সূত্রে জানা যাচ্ছে, পাকিস্তান সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করে এই হামলা চালানো হয়েছে। ভারতে ঢুকে জঙ্গিরা স্থানীয়দের সাহায্য নিয়েছিল বলে জানা যাচ্ছে। তবে সবচেয়ে উদ্বেগজনক বিষয় হল, যে অস্ত্রে এই হামলা চালানো হয়েছে তা আমেরিকার তৈরি অত্যাধুনিক এম৪ কার্বাইন রাইফেল। এহেন মার্কিন অস্ত্র দিয়ে সেনাবাহিনীর উপর হামলার ঘটনায় পাক সেনার যোগ যোগ দেখছে বিশেষজ্ঞ মহল।
[আরও পড়ুন: ‘হিন্দুত্ব নিয়ে বক্তব্য সম্পূর্ণ ঠিক’, রাহুল গান্ধীর পাশে শঙ্করাচার্য]
সেনা সূত্রে জানা যাচ্ছে, এই হামলা চালানোর জন্য রীতিমতো ছক কষেছিল জঙ্গিরা। যে স্থানে হামলা চালানো হয়, সেখানকার রাস্তা ভাল ছিল না। ফলে ঘণ্টায় ১০-১৫ কিলোমিটারের গতিতে চলছিল কনভয়ের গাড়ি। ঠিক সেই সুযোগটাকে ব্যবহার করেই হামলা চালায় জঙ্গিরা। এদিকে মারণ হামলার পর ঘটনার দায় স্বীকার করেছে পাক জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদের ছত্রছায়ায় থাকা জঙ্গি সংগঠন কাশ্মীর টাইগার।
[আরও পড়ুন: এক বছরে দেশে নতুন কর্মসংস্থান ৪ কোটি ৭০ লক্ষ! রিপোর্টে দাবি রিজার্ভ ব্যাঙ্কের]
এদিকে ন্যাক্কারজনক এই জঙ্গি হামলার পর সন্ত্রাসবাদের বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি দিয়েছে কেন্দ্র। সন্ত্রাসবাদী হামলায় ৫ সেনা জওয়ানের মৃত্যুতে শহিদের পরিবারের প্রতি শোক প্রকাশ করে বদলা নেওয়ার হুঁশিয়ারি দেন প্রতিরক্ষা মন্ত্রনের সচিব গিরিধর আরামানে। এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, 'কাঠুয়াতে ৫ বীর শহিদের মৃত্যুর ঘটনায় তাঁদের শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই। ৫ শহিদের বলিদান ব্যর্থ হবে না। এর বদলা আমরা নেব। উপত্যকার অশুভ শক্তিকে আমরা পরাজিত করবই।'