সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচ দেখতে বিসিসিআই সচিব জয় শাহকে আমন্ত্রণ জানাল পিসিবি। সূত্রের খবর, পাক বোর্ডের তরফে জয় শাহকে (Jay Shah) মৌখিকভাবে আমন্ত্রণ আগেই জানানো হয়েছিল। এবার লিখিত আকারে আমন্ত্রণ পত্র পাঠিয়ে দেওয়া হল।
আগামী ৩০ আগস্ট মূলতানে পাকিস্তান বনাম নেপাল ম্যাচ দিয়ে শুরু হচ্ছে এশিয়া কাপ (Asia Cup)। পাক বোর্ডের দাবি, শুধু জয় শাহকে নয়। এশিয়ার বাকি সব বোর্ডের প্রধানদেরই এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচ দেখতে আমন্ত্রণ জানানো হয়েছে। পাক বোর্ডের প্রধান জাকা আশরফ আইসিসির বৈঠক চলাকালীনই জয় শাহকে মৌখিকভাবে আমন্ত্রণ জানিয়েছিলেন। এবার সরকারিভাবে আমন্ত্রমণপত্র পাঠানো হল। যদিও, জয় শাহ পাকিস্তানে গিয়ে ওই উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন তেমন আশা পিসিবির নেই।
[আরও পড়ুন: ঋণ নেওয়ার ক্ষেত্রে বদল আরবিআইয়ের নিয়মে! কী বলা হয়েছে নয়া গাইডলাইনে?]
এশিয়া কাপ খেলতে ভারতীয় দলের পাকিস্তান যাওয়া নিয়ে বিস্তর জলঘোলা হয়েছে। মূলত ভারতীয় বোর্ডের (BCCI) সচিব তথা এশিয়ান ক্রিকেট কাউন্সিলের চেয়ারম্যান জয় শাহর আপত্তিতেই পাকিস্তানে খেলতে যায়নি ভারতীয় দল (Indian Team)। যার জেরে এশিয়া কাপের বেশিরভাগ অংশটাই সরে গিয়েছে শ্রীলঙ্কায়। তা সত্ত্বেও পিসিবি ‘মহানুভবতা’ দেখাতে চাইছে। বোঝাতে চাইছে, ভারত-পাকিস্তান কূটনৈতিক সম্পর্ক যাই হোক, খেলাধুলোয় তার প্রভাব পড়ুক, সেটা পিসিবি চায় না।
[আরও পড়ুন: দেশে জন ধন অ্যাকাউন্ট পেরিয়েছে ৫০ কোটি, ‘গুরুত্বপূর্ণ মাইলফলক’, উচ্ছ্বসিত মোদি]
যদিও বিসিসিআই (BCCI) সূত্রের খবর, পাক বোর্ডের এই আমন্ত্রণ গ্রহণ করেননি জয় শাহ। এশিয়া কাপের উদ্বোধনী অনুষ্ঠানে তাঁর যাওয়ার সম্ভাবনা নেই বলেই খবর। তবে ফাইনালে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের চেয়ারম্যান হিসাবে যেতে পারেন তিনি।