সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘এভাবে পাকিস্তান ক্রিকেট চলতে পারে না।’ পাক বোর্ডের উপর ক্ষোভ উগরে দিলেন প্রাক্তন অধিনায়ক ইনজামাম উল হক (Inzamam-Ul-Haq)।
বিষয়টি ঠিক কী? সম্প্রতি পাক দলের খারাপ পারফরম্যান্সের জন্য টিম ডিরেক্টর মহম্মদ হাফিসকে বরখাস্ত করেছে পাক বোর্ড (PCB)। দলের হারের যাবতীয় দায় তাঁর কাঁধেই চাপিয়ে দেওয়া হয়েছে। আর তাতেই আপত্তি জানিয়েছেন ইনজামাম। তাঁর প্রশ্ন, “কেন ব্যাখ্যা করতে পারবেন যে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড সফরের পর কোন যুক্তিতে টিম ডিরেক্টর পদ থেকে মহম্মদ হাফিজকে সরিয়ে দেওয়া হল? অথচ প্রধান নির্বাচকের পদে থেকে গেলেন ওয়াহাব রিয়াজ।” উল্লেখ্য, গত বিশ্বকাপের সময় প্রধান নির্বাচকের পদ থেকে ইস্তফা দিয়েছিলেন ইঞ্জি। এর পর সেই আসনে বসেন ওয়াহাব। হাফিজের সঙ্গেও অল্প সময়ের জন্যই চুক্তি হয়েছিল পাক বোর্ডের। কিন্তু প্রাক্তন ক্রিকেটারদের এহেন অসম্মান মানতে পারছেন না ইনজামাম।
[আরও পড়ুন: রাজনীতিতে বাণপ্রস্থ ঘোষণা করেও প্রত্যাবর্তন, লোকসভা ভোটের প্রার্থী হচ্ছেন মিমি?]
হাফিজ টিম ডিরেক্টর থাকাকালীন অস্ট্রেলিয়ার কাছে টেস্টে ০-৩ হোয়াইটওয়াশ হয় পাকিস্তান। আবার নিউজিল্যান্ডের কাছে টি-টোয়েন্টি সিরিজে ১-৪ হারে তারা। এর পরই হাফিজকে সরিয়ে ফেলার সিদ্ধান্ত নেয় পাক বোর্ড। কিন্তু ভিন্ন ব্যক্তির জন্য ভিক্ত সিদ্ধান্তে ক্ষুব্ধ ইনজামাম। তাঁর দাবি, হাফিজের প্রতি এত কড়া মনোভাব দেখালে রিয়াজকে কেন রেয়াত করা হচ্ছে?
পাক বোর্ড চেয়ারম্যানকে একহাত নিয়ে ইনজামাম বলে দেন, “জানি, পিসিবি চেয়ারম্যান একজন সম্মানীয় ব্যক্তি। কিন্তু তাই বলে কি প্রাক্তন অধিনায়কদের একই রকম সম্মান প্রাপ্য নয়?” যদিও এখনও পর্যন্ত পাক বোর্ডের তরফে এ নিয়ে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।