সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রথম টেস্টে বাংলাদেশের কাছে হার মেনেছে পাকিস্তান। রাওয়ালপিন্ডিতে দ্বিতীয় টেস্ট শুরু হচ্ছে শুক্রবার থেকে। সেই টেস্ট জিততেই হবে পাকিস্তানকে। প্রথম টেস্টে বাংলাদেশের কাছে হারের পরে তীব্র সমালোচিত হন পাক ক্রিকেটাররা। দ্বিতীয় টেস্টের দলে পরিবর্তনের কথা বলেন প্রাক্তন ক্রিকেটাররা। চার পেসার খেলানোর সমালোচনা করা হয়েছিল।
দ্বিতীয় টেস্টের জন্য ১২ জনের দল ঘোষণা করা হয়। সেই দলেও চার পেসার রাখা হয়েছে। কিন্তু প্রথম একাদশে হয়তো চার পেসারকে খেলানো হবে না। পাকিস্তান তিন পেসারকে নামাবে, সেই সঙ্গে একজন স্পিনারকেও খেলানোর কথা ভাবা হচ্ছে। এদিকে প্রথম টেস্ট চলাকালীনই বাবা হন শাহিন আফ্রিদি। উইকেট পেয়ে মাঠেই উৎসব শুরু করেন আফ্রিদি।
[আরও পড়ুন: বিরাট-রোহিতদের উলটো সুর, ইমপ্যাক্ট প্লেয়ারের নিয়মকে সমর্থন করলেন অশ্বিন]
সেই তিনি যে দ্বিতীয় টেস্টে নামবেন না, সেরকম কথাবার্তা চলছিল। দ্বিতীয় টেস্টে আফ্রিদির পরিবর্তে স্পিনার হিসেবে দলে নেওয়া হয়েছে আবরার আহমেদকে। দ্বিতীয় টেস্টের দলে ফিরেছেন মীর হামজা। আবরার কেন দলে? এপ্রসঙ্গে পাকিস্তানের হেড কোচ জেসন গিলেসপি বলেন, ''পরিবেশ পরিস্থিতি বিচার করে ১২ সদস্যের দল বেছে নেওয়া হয়েছে। এখনও পিচ দেখিনি, শুক্রবার আমরা পিচ দেখে পরিস্থিতি বিচার করব।''