সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিশ্বকাপে ভারত-পাকিস্তান (India vs Pakistan) ম্যাচের সূচি জানিয়ে দেওয়া হয়েছে। কিন্তু সে দেশের সরকার এবার নতুন শর্ত দিল আইসিসি (ICC) ও ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডকে (BCCI)। ভারতে পাক ক্রিকেট দলের নিরাপত্তা নিশ্চিত করার জন্য লিখিত প্রতিশ্রুতি দাবি করেছে পাক-সরকার ও পিসিবি।
প্রতিবেশি দেশে হতে চলা বিশ্বকাপ খেলতে পাকিস্তান যাবে কিনা, তা নিয়ে আলোচনার দায়িত্ব দেওয়া হয়েছে ১৪ সদস্যের কমিটিকে। এদিকে ভারত-পাক মহারণের দিনক্ষণ এগিয়ে আনা হয়েছে। এই পরিস্থিতিতে বাবর আজমদের নিরাপত্তা নিয়ে পাক সরকার আইসিসি ও বিসিসিআই-এর কাছ থেকে গ্যারান্টি চেয়েছে। উল্লেখ্য, ভারতে খেলতে পাকিস্তান যাবে কিনা, তা স্থির করবে পাক সরকার।
২০১৬ সালে শেষবার টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার জন্য ভারতে এসেছিল পাকিস্তান। ভারতের মাটিতে পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজ খেলেছে তারও আগে।
[আরও পড়ুন: বিশ্বকাপের জন্য কতটা প্রস্তুত ইডেন? খতিয়ে দেখতে আসছে আইসিসির প্রতিনিধি দল]
এদিকে বিশ্বকাপের ক্রীড়াসূচি অনুযায়ী, ১৫ অক্টোবর বল গড়ানোর কথা ছিল ভারত ও পাকিস্তানের। নবরাত্রির জন্য ম্যাচের নিরাপত্তা নিয়েই তৈরি হয়েছিল প্রশ্ন। ঠিক হয়, ১৫ তারিখের পরিবর্তে ১৪ তারিখ হবে হাইভোল্টেজ ম্য়াচ।
বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে ম্যাচের পাশাপাশি পাকিস্তানের (India vs Pakistan) আরও একটি ম্যাচের দিন বদলেছে। প্রথমে প্রকাশিত সূচি অনুযায়ী, ১২ অক্টোবর শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলার কথা ছিল বাবর আজমদের। কিন্তু এবার হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে সেই ম্যাচ হবে ১০ অক্টোবর। অর্থাৎ ভারতের বিরুদ্ধে খেলার আগে দিন তিনেকের বিশ্রাম পেয়ে যাবে পাকিস্তান।
শুধু দু’টি ম্যাচই নয়, শোনা যাচ্ছে, টুর্নামেন্টের আরও কয়েকটি ম্যাচের দিনক্ষণ বদলাতে পারে। বিসিসিআই সূত্রে খবর, আগামী ১০ আগস্টের আগেই সেই সূচি ঘোষিত হবে।