shono
Advertisement

সুযোগ নষ্ট করল ভারত! জওয়ান হত্যার দায় এড়িয়ে বিবৃতি পাকিস্তানের

ইমরান চাইলেও, রাওয়ালপিণ্ডি কি রাজি? উঠছে প্রশ্ন৷ The post সুযোগ নষ্ট করল ভারত! জওয়ান হত্যার দায় এড়িয়ে বিবৃতি পাকিস্তানের appeared first on Sangbad Pratidin.
Posted: 11:50 AM Sep 22, 2018Updated: 11:50 AM Sep 22, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতীয় জওয়ানের সঙ্গে পাক রেঞ্জার্সদের বর্বরতম আচরণের পর আলোচনার টেবিলে বসার কোনও অর্থই হয় না৷ সমস্ত জল্পনা ভেঙে গতকাল, শুক্রবারই একথা জানিয়ে দিয়েছে ভারত৷ আর নয়াদিল্লির এই ঘোষণাই তাঁদের কাছে মস্ত বড় ধাক্কা বলে জানাল ইসলামাবাদ৷ পাকিস্তানের পক্ষ থেকে বিবৃতি দিয়ে জানান হয়েছে, আরও একবার আলোচনার সুযোগ নষ্ট করল ভারত৷ দু’দেশের কূটনৈতিক পরিস্থিতি স্বাভাবিক হওয়ার যে সম্ভাবনা দেখা দিয়েছিল এর ফলে তা স্তব্ধ হয়ে গেল বলে ঘোষণা করল ইমরান প্রশাসন৷ পাশাপাশি, কাশ্মীরের বিএসএফ জওয়ানকে গলা কেটে খুনের পিছনে পাক রেঞ্জার্সদের হাত নেই বলেও দায় ঝেড়ে ফেলা হয়েছে পাকিস্তানের পক্ষ থেকে৷

Advertisement

[আগ্নেয়গিরির চূড়ায় শান্তির বার্তা দিলেন কিম]

তলানিতে থাকা ভারত-পাক সম্পর্ক স্বাভাবিক করতে গত বুধবারই গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেন নয়া পাক প্রধানমন্ত্রী ইমরান খান৷ দু’দেশের সম্পর্কের উন্নতিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লিখে আলোচনায় বসার আহ্বান জানান তিনি৷ পাকিস্তান ভারতের সঙ্গে তৈরি হওয়া তিক্ততা মিটিয়ে নিতে চায় বলেই ইচ্ছা প্রকাশ করেন ইমরান৷ তবে ইমরান চাইলেও পাক সেনা বা রাওয়ালপিণ্ডি যে সেই কাজে রাজি নয় তা প্রমাণিত হয় একই দিনে৷ আন্তর্জাতিক সীমান্তের খুব কাছে ঘাস কাটতে যান বিএসএফ জওয়ান নরেন্দ্র কুমার৷ তখনই গুলি চলে৷ ঘণ্টা ছয়েক ধরে নিখোঁজ থাকার পর বিএসএফের হেড কনস্টেবলের গলাকাটা দেহ উদ্ধার করা হয়৷ তাঁর দেহ মিলেছে তিনটি গুলির চিহ্ন৷ রামগড় সেক্টরের অমানবিক এই হত্যাকাণ্ডের নেপথ্যে রয়েছে পাক রেঞ্জার্সদের যোগসাজশ৷ তাদের মোক্ষম জবাব দেওয়ার আবেদন করেন শহিদ বিএসএফ জওয়ান নরেন্দ্র কুমারের পরিজনরা৷

[সন্ত্রাসবাদ নিয়ে বিভ্রান্ত করছেন ইমরান, রাষ্ট্রসংঘে সরব কাশ্মীরের মানবাধিকার কর্মীরা]

এমনকী, শুক্রবার সকালেই কাশ্মীরের সোপিয়ানে তিন পুলিশকর্মীকে অপহরণ করে পাক মদতপুষ্ট জঙ্গিরা৷ কয়েকঘণ্টা পরেই ওই পুলিশকর্মীদের দেহ উদ্ধার করা হয়৷ তাঁদের প্রত্যেকের দেহে মিলেছে একাধিক গুলির চিহ্ন৷ এই ঘটনার ঠিক দু’দিন আগে হিজবুল মুজাহিদিন জঙ্গিরা একটি হুমকি ভিডিও প্রকাশ করে৷ ওই ভিডিওর মাধ্যমে পুলিশকর্মীদের পদত্যাগ করার ইঙ্গিত দেয় জঙ্গিরা৷ তারপরই মহরমের দিন পাক জঙ্গিগোষ্ঠীর বর্বরতায় আরও জটিল হয়েছে ভারত ও পাক সম্পর্ক৷

The post সুযোগ নষ্ট করল ভারত! জওয়ান হত্যার দায় এড়িয়ে বিবৃতি পাকিস্তানের appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement