সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কে গুলি চালাল প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খানকে (Imran Khan) লক্ষ্য করে? কে তাঁকে হত্যার ছক কষেছিল? তা জানতে বিচারবিভাগীয় তদন্তের পক্ষে সওয়াল করলেন পাকিস্তানের (Pakistan) বর্তমান প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। বিরোধী নেতার উপর গুলি চলার ঘটনার তদন্তে আদালতের হস্তক্ষেপ চাইছেন প্রধানমন্ত্রী, যা নজিরবিহীন বলছেন ওয়াকিবহাল মহল।
হাসপাতালে বসে জাতির উদ্দেশে ভাষণে ইমরান জানিয়েছিলেন, “হামলার এক দিন আগেই আমি খবর পেয়েছিলাম যে ওয়াজিরাবাদে ওরা আমাকে হত্যার পরিকল্পনা করছে। এই ষড়যন্ত্রের নেপথ্যে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ, অভ্যন্তরীণ মন্ত্রী সানাউল্লা ও আইএসআইয়ের মেজর জেনারেল ফয়জল নাসিরের হাত রয়েছে।” এই অভিযোগ ওটার পরই সুপ্রিম কোর্টের নজরদারিতে পূর্ণাঙ্গ কোর্ট কমিশন তৈরি করে তদন্তের দাবিতে সরব হলেন পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। তিনি সে দেশের প্রধান বিচারপতি উমর অটল বান্দিয়ালের কাছে বিচারবিভাগের নজরদারিতে তদন্তের আরজি জানিয়েছেন।
[আরও পড়ুন: নেদারল্যান্ডসের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় দক্ষিণ আফ্রিকার! সেমিফাইনালে ভারত]
বৃহস্পতিবার ইমরান খানের রাজনৈতিক দল পাকিস্তান তেহরিক-ই ইনসাফের (PTI) ‘রিয়েল ফ্রিডম’ মিছিল চলছিল। হুড খোলা গাড়িতে ছিলেন দলের নেতা ইমরান। ওয়াজিরাবাদের জাফর আলি চকের কাছে আচমকাই গুলি চলে। সূত্রের খবর, পিটিআই প্রধানের গাড়ির লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালানো হয়। গুলিবিদ্ধ হন ইমরান। পাকিস্তানের (Pakistan) সংবাদমাধ্যম সূত্রে খবর, তাঁর ডান পায়ে কমপক্ষে ৪-৫টি গুলি লাগে।
বিশেষ সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে নাকি এ বিষয়ে গুজরনওয়ালা সিটি পুলিশের তরফে ১ নভেম্বরই সতর্কতাও জারি করা হয়। তাতে বলা হয় যে, গুজরনওয়ালায় লং মার্চ-এর সময় ইমরানের উপর হামলা হতে পারে। তাই নিরাপত্তা আরও বাড়ানো দরকার। পুলিশ পরামর্শ দেয়, ইমরান যে গাড়িতে চড়ে প্রচার চালাবেন, সেটি যেন বিস্ফোরকরোধী হয় এবং তার সামনে যেন বুলেট-প্রুফ কাচ লাগানো থাকে। হামলার অভিযোগ উঠেছে মুসলিম লিগ (নওয়াজ)-এর বিরুদ্ধে। সেই অভিযোগ খণ্ডন করতেই এবার বিশেষ তদন্তের দাবি তুললেন পাক প্রধানমন্ত্রী।