সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইংল্যান্ডের বিরুদ্ধে কামব্যাক করে টেস্ট সিরিজ জিতেছে পাকিস্তান। প্রথম টেস্টে হার মেনেছিলেন বাবর-শাহিনরা। কিন্তু তাঁদের বসাতেই সাফল্য পেলেন শান মাসুদরা। আর সেখানে নায়ক হয়েছেন সাজিদ খান। দুই টেস্ট মিলিয়ে তুলেছেন ১৯ উইকেট। তার পরই জানিয়ে দিলেন, সাদা চামড়ার ক্রিকেটাররা আসলে ভয় পায়।
কখন ভয় পান তাঁরা? সাজিদের বক্তব্য, "সাদা চামড়ার ক্রিকেটারদের যদি আপনি একটু টার্ন দেন, তাহলেই ওরা চাপে পড়ে যায়। ওরা যে পরিস্থিতিতে খেলে, সেখানে গিয়ে আমরা আমরা ঘাবড়ে যাই। আবার যখন এখানে এলে ওরা ভয় পায়।" সাজিদের স্পিনে অবশ্য সত্যিই চাপে পড়েছিল ইংল্যান্ড। আরেক স্পিনার নোমান আলির সঙ্গে জুটি বেঁধে পাকিস্তানকে জিতিয়েছেন। সিরিজের সেরাও হয়েছেন সাজিদ।
দুটি টেস্ট মিলিয়ে দুজনে তুলেছেন ৩৯টি উইকেট। তার মধ্যে দ্বিতীয় টেস্টে ২০টি উইকেটের সবকটিই তুলেছেন দুই স্পিনার। কিন্তু কীভাবে এই সাফল্য পেলেন সাজিদ? ৩১ বছর বয়সি ক্রিকেটার কৃতিত্ব দিচ্ছেন তাঁর মাকে। সাজিদ একটি সাক্ষাৎকারে বলেছেন, "আমি যাই করি না, মায়ের থেকে পরামর্শ নিই। মা ক্রিকেটের কিছুই বোঝে না। কিন্তু মা আমাকে যা পরামর্শ দেয়, আমি সেটা করার চেষ্টা করি। সেটা কাজেও লেগে যায়।"
অবশ্য বল হাতে ঘূর্ণির পাশাপাশি কথাবার্তাতেও ক্রিকেটমহলের মন জিতে নিয়েছেন সাজিদ। ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টের পর তাঁকে প্রশ্ন করা হয়েছিল, কীভাবে বিপক্ষকে ভয় দেখান? উত্তরে সাজিদ বলেছিলেন, "আমি তো কাউকে ভয় দেখাইনি। আপনারাই এসব কথা বলছেন। কী করা যাবে? আল্লাহ এখন দেখতে বানিয়েছেন যে, আমি হাসলেও লোকে ভয় পেয়ে যায়।" চকচকে টাক মাথা, গালে দাড়ি, লম্বা পাকানো গোঁফ দেখে অনেকেই তাঁর সঙ্গে তুলনা করছেন ভারতীয় সিনেমার বিখ্যাত চরিত্র কাটাপ্পার সঙ্গেও।