সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আর্থিক সংকটে জেরবার পাকিস্তান (Pakistan)। মুদ্রাস্ফীতির জেরে মুখ থুবড়ে পড়েছে সেদেশের অর্থনীতি। এহেন অবস্থায় এবার ইসলামাবাদে রেকর্ড পতন হল পাকিস্তানি টাকার। ডলার প্রতি ২৮৭.২৯ টাকায় পৌঁছল টাকার দাম। গত মার্চে ২৮৫.০৯ টাকা দাঁড়িয়েছিল ডলার প্রতি পাক টাকার মূল্য। এবার সেই রেকর্ডও ভেঙে গেল।
সোমবার বাজার বন্ধের সময় ডলার পিছু পাকিস্তানি টাকার মূল্য ছিল ২৮৫.০৪ টাকা। মঙ্গলবার সেই অঙ্ক আরও নামল। অর্থনৈতিক বিশেষজ্ঞের মতে, বিনিয়োগকারীরাই মার্কিন ডলার কিনতে ভয় পাচ্ছেন। আর তাই ব্যাংকের লেনদেনেও বিরাট প্রভাব পড়েছে।
[আরও পড়ুন: পায়ের শিরা-ধমনি প্রতিস্থাপন করে ক্যানসারের চিকিৎসা, নজির গড়ল এসএসকেএম]
উল্লেখ্য, পাকিস্তানের দুর্দশা দিনদিন বাড়ছে। আকাশ ছুঁয়েছে দ্রব্যমূল্য। আন্তর্জাতিক অর্থভাণ্ডারের শর্তপূরণ করতে আকাশছোঁয়া কর চাপিয়েছে সে দেশের সরকারও। সবমিলিয়ে আমজনতার ক্রয় ক্ষমতা একেবারে তলানিতে ঠেকেছে। যার ফল ভুগছে সে দেশের অর্থনীতি। পাক সরকারির প্রকাশিত তথ্য অনুযায়ী, সে দেশের মুদ্রাস্ফীতির হার গত ৫ দশকের রেকর্ড ভেঙে দিয়েছে। মার্চ মাসে পাকিস্তানের মুদ্রাস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ৩৫.৩৭ শতাংশ।
সব মিলিয়ে পরিস্থিতি ক্রমশ ঘোরালো হচ্ছে পাকিস্তানের। চাহিদা মেটাতে সরকারির বিনামূল্য়ের রেশনের উপর নির্ভর করতে হচ্ছে সেদেশের জনতাকে। যার জেরে রাস্তায় চুরি-ছিনতাই-পকেটমারির মতো ঘটনা ঘটছে। আবার বিনামূল্যে রেশন আনতে গিয়ে হুড়োহুড়ির চোটে পদপিষ্ট হয়ে ইতিমধ্যে মৃত্যু হয়েছে ২৬ জনের। একের পর এক এধরনের ঘটনায় পাকিস্তানে চাপ বাড়ছে।