shono
Advertisement

সামান্য বৃষ্টিতেই জল থইথই স্কুল! প্রবল ভোগান্তিতে পলাশিপাড়ার খুদেরা, কাঠগড়ায় প্রশাসন

ক্ষুব্ধ অভিভাবকরা।
Posted: 04:11 PM Sep 06, 2023Updated: 10:55 PM Sep 06, 2023

রমণী বিশ্বাস, তেহট্ট: সামান্য বৃষ্টিতেই এক হাঁটু জল! তা পেরিয়ে স্কুলে যেতে হয় নদিয়ার পলাশিপাড়ার রুদ্রনগর প্রাথমিক বিদ্যালয়ের খুদে পড়ুয়াদের। অভিযোগ, একাধিকবার প্রশাসনকে জানিয়েও কোনও লাভ হয়নি। একই অবস্থায় চলছে স্কুল।

Advertisement

স্থানীয় সুত্রে জানা গিয়েছে, নদিয়ার তেহট্টের পলাশিপাড়া এলাকায় রয়েছে রুদ্রনগর প্রাথমিক বিদ্যালয়। এই বিদ্যালয়ের ছাত্রছাত্রীর সংখ্যা ১৪০ জন। স্থায়ী শিক্ষক ৩ জন, পার্শ্বশিক্ষক আছেন একজন। সমস্যা একটাই, সেটা স্কুলে যাওয়া। কারণ, সামান্য বৃষ্টিতেই এক হাঁটু জল দাঁড়িয়ে যায় স্কুল মাঠে। সেই জল বেশ কয়েকদিন জমে থাকে। তা পেরিয়ে স্কুলে ঢুকতে হয় ছাত্রছাত্রীদের। যা প্রবল সমস্যার। পড়ুয়ারা জানান, স্কুলে যেতেই তাঁদের পোশাক ভিজে যায়। সেই অবস্থাতেই ক্লাস করতে হয়। টিফিন বিরতিতেও তারা বন্দি হয়েই থাকে।

[আরও পড়ুন: যাদবপুর ছাত্রমৃত্যু: কেন হাসপাতালের নাম ‘স্বপ্নদীপ’? মুখ্যমন্ত্রীর সিদ্ধান্তের বিরুদ্ধে বগুলায় তুমুল বিক্ষোভ]

এলাকার বাসিন্দা তথা অভিভাবক মুকুল শেখ বলেন, “যেভাবে স্কুলে জল জমে আছে তাতে আমরা আমাদের ছেলেমেয়েদের পাঠাতে ভয় পাচ্ছি। কারণ, ছেলেমেয়েদের স্কুলের পোশাক ভিজে যাচ্ছে। তারপরে জমা জলে ডেঙ্গির মশার উৎপত্তির ভয় তো থাকেই।” তিনি জানান, অনেকবার জমা জল থেকে মুক্তি পেতে প্রশাসনের দ্বারস্থ হয়েছেন তাঁরা। কিন্তু তাতে লাভ হয়নি। এই বিষয়ে স্কুলের প্রধান শিক্ষক শোভনকুমার মিস্ত্রি বলেন, “আমার নিজের খুব খারাপ লাগে। ছোটছোট ছেলেমেয়েরা যেভাবে স্কুল করছে…। আমি এই সমস্যা সমাধানের জন্য গ্রাম পঞ্চায়েতের প্রধান, বিডিও-সহ অনেক জায়গায় লিখিতভাবে জানিয়েছি। একবার নয় বেশ কয়েকবার, তবু এখনও পর্যন্ত কোনওরকম পদক্ষেপ গ্রহণ করেনি প্রশাসন।”

[আরও পড়ুন: ‘ধুম থ্রি’ দেখে ভল্ট কাটতে এন্ডোস্কপি! পুরুলিয়ার ব্যাংকে চুরিতে চাঞ্চল্যকর তথ্য]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup অলিম্পিক`২৪ toolbarvideo শোনো toolbarshorts রোববার