shono
Advertisement

আস্থা নেই মহারাষ্ট্র পুলিশে, সিবিআই তদন্তের দাবিতে সরব পালঘরে মৃত সাধুর মা

বেশ কিছুদিন ধরে একই দাবি করছিল বিভিন্ন হিন্দুত্ববাদী সংগঠনগুলি। The post আস্থা নেই মহারাষ্ট্র পুলিশে, সিবিআই তদন্তের দাবিতে সরব পালঘরে মৃত সাধুর মা appeared first on Sangbad Pratidin.
Posted: 09:21 PM Sep 03, 2020Updated: 09:21 PM Sep 03, 2020

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গণপিটুনির ঘটনার প্রায় পাঁচ মাস পরে সিবিআই তদন্তের দাবিতে সরব হলেন পালঘরে খুন হওয়া একজন সাধুর মা। বলিউডের অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর মামলার তদন্তভার যেমন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে দেওয়া হয়েছে। তেমনি তাঁর ছেলের খুনের ঘটনা তদন্তও সিবিআই (CBI) -কে দিয়ে করানোর আবেদন তিনি রেখেছেন মহারাষ্ট্র সরকারের কাছে।

Advertisement

বৃহস্পতিবার সর্বভারতীয় একটি সংবাদমাধ্যমের সাংবাদিককে সাক্ষাৎকার দিতে গিয়ে পালঘরে মৃত একজন সাধুর মা মহারাষ্ট্রের পুলিশের প্রতি অনাস্থা প্রকাশ করেন। এপ্রসঙ্গে বলেন, ‘আমরা চাই সুশান্তের ঘটনার তদন্তভার যেভাবে সিবিআইয়ের হাতে তুলে দেওয়া হয়েছে তেমনি এই মামলার ক্ষেত্রেও তা করা হোক। সরকারের কাছে আমাদের এটাই একমাত্র দাবি। কারণ মহারাষ্ট্রের পুলিশের প্রতি আমাদের কোনও বিশ্বাস নেই। ‘

[আরও পড়ুন: অনলাইন ক্লাসে পড়া বুঝতে সমস্যা, অবসাদে আত্মঘাতী তামিলনাড়ুর একাদশ শ্রেণির ছাত্র]

প্রসঙ্গত উল্লেখ্য, গত ১৬ এপ্রিল মহারাষ্ট্রের পালঘরে (Palghar) দুই সাধু-সহ তাঁদের গাড়ির চালককে পিটিয়ে খুন করে একদল উন্মত্ত জনতা। মৃতরা গুজরাটের সুরাটে একটি কাজে যাচ্ছিলেন। কিন্তু, পালঘরের কাছে তাঁদের গাড়ি আটকায় একদল জনতা। তারপর শিশু চোর সন্দেহে ওই দুই সাধু ও তাঁদের গাড়ির ড্রাইভারকে লাঠি দিয়ে বেদম প্রহার করা হয়। খবর পেয়ে পুলিশ গেলে তাদের উপরও চড়াও হয় খুনিরা। আর পুলিশের সামনে নৃশংসভাবে তিন জনকে পিটিয়ে মারে। এই ঘটনার কথা প্রকাশ্যে আসতেই দেশজুড়ে উত্তেজনা তৈরি হয়। আর তদন্তে নেমে ১০০ জনের বেশি মানুষকে গ্রেপ্তার করে মামলা শুরু করে মহারাষ্ট্র পুলিশ। তারপর থেকে বারে বারে বিভিন্ন হিন্দুত্ববাদী সংগঠনের তরফে এই ঘটনার তদন্তভার সিবিআইয়ের হাতে তুলে দেওয়ার দাবি জানানো হয়েছে। এবার সেই একই দাবি করলেন নৃশংস ওই হত্যাকাণ্ডে মৃত এক সাধুর মা।

[আরও পড়ুন: সাক্ষাৎ কল্পতরু! নিজের সঞ্চয় থেকে প্রায় ১০৩ কোটি টাকা দান প্রধানমন্ত্রী মোদির]

The post আস্থা নেই মহারাষ্ট্র পুলিশে, সিবিআই তদন্তের দাবিতে সরব পালঘরে মৃত সাধুর মা appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement