shono
Advertisement

Panchayat Election 2023: মনোনয়নের দ্বিতীয় সুযোগ পাবে না ভাঙড়ের ১৯ বাম প্রার্থী, সিঙ্গল বেঞ্চের রায় খারিজ ডিভিশন বেঞ্চে

বিচারপতি অমৃতা সিনহা দ্বিতীয়বার মনোনয়ন জমার ব্যবস্থা করার কথা বলেছিলেন কমিশনকে।
Posted: 05:00 PM Jul 03, 2023Updated: 06:27 PM Jul 03, 2023

গোবিন্দ রায়: আর মনোনয়নে সুযোগ পাবেন না ভাঙড়ের ১৯ সিপিএম পঞ্চায়েত (Panchayat Election 2023) প্রার্থী। সিঙ্গল বেঞ্চের রায় বাতিল করে জানিয়ে দিল কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ। ইতিপূর্বে বিচারপতি অমৃতা সিনহা বিষয়টি খতিয়ে দেখে দ্বিতীয়বার মনোনয়ন জমার ব্যবস্থা করার কথা বলেছিলেন কমিশনকে। এর প্রেক্ষিতে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয় রাজ্য।

Advertisement

পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন পর্বের শেষদিনে হাই কোর্ট নির্দেশ দিয়েছিল, বিরোধী প্রার্থীদের নিরাপত্তা দিয়ে মনোনয়নের ব্যবস্থা করতে হবে। কিন্তু ভাঙড়ে দুপুরের পর অশান্তি ছড়ায়। বোমাবাজি হয়। গুলি চলে। প্রাণ যায় তিনজনের। ফলে বহু প্রার্থী সময়ের মধ্যে মনোনয়ন কেন্দ্রে পৌঁছতে পারেননি। আবার অনেকক্ষেত্রে ভয়ের পরিবেশের জেরে মনোনয়ন পেশ করতে পারেনি।  অভিযোগ রয়েছে, বেশকিছু ক্ষেত্রে স্ক্রুটিনিতেও কোনও সমস্যা হয়নি। আচমকা স্ক্রুটিনির পর কমিশনের ওয়েবসাইট থেকে বাদ যায় তাঁদের নাম। এরপরই হাই কোর্টের দ্বারস্থ হন ভাঙরের বাম ও আইএসএফ প্রার্থীরা।

[আরও পড়ুন: মোদির নিরাপত্তায় গলদ! প্রধানমন্ত্রীর বাসভবনের উপর চক্কর কাটল ড্রোন]

সেই প্রেক্ষিতে সোমবার হাই কোর্টের বিচারপতি অমৃতা সিনহা নির্দেশ দেন, সব অভিযোগ খতিয়ে দেখতে হবে কমিশনকে। অভিযোগ বৈধ হলে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে দেওয়ার জন্য কমিশনকে নির্দেশ দেন বিচারপতি। তবে কমিশনকে ২৮ জুনের মধ্যে সিদ্ধান্ত নিতে হবে। তবে আদালতে এই আবেদন গ্রহণের বিরোধিতা করেছিল কমিশন ও রাজ্য। পালটা তারা বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছিলেন। সেই প্রেক্ষিতে এদিন সিঙ্গল বেঞ্চের রায় খারিজ করল হাই কোর্টের ডিভিশন বেঞ্চ। অর্থাৎ ভাঙড়ের বিনা প্রতিদ্বন্দ্বিতায় ১৯ প্রার্থীর জয় নিশ্চিত করল আদালতই। 

[আরও পড়ুন: মোদির নিরাপত্তায় গলদ! প্রধানমন্ত্রীর বাসভবনের উপর চক্কর কাটল ড্রোন]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement