সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কয়েকবছর আগে গান গেয়ে ভাইরাল হয়েছিলেন এক ভুবন। ভুবন বাদ্যকর। পঞ্চায়েত ভোটের (Panchayat Election) আগে ভাইরাল অন্য ভুবন। তবে তিনি গান করেননি, চুল এমনভাবে কেটেছেন যেন মাথায় কাস্তে-হাতড়ি!
ব্যাপারটা ঠিক কী? জানা গিয়েছে, এই ব্যাক্তির নাম ভুবন মালাকার। উত্তর ২৪ পরগনার গোবরডাঙার মেদিয়ার সুভাষনগরের বাসিন্দা তিনি। অত্যন্ত দরিদ্র। পেশা বলতে সবজি বিক্রি। পরিবারে শুধুই মা রয়েছেন। বরাবরাই সিপিএমের কর্মী হিসেবেই এলাকায় পরিচিত। দুর্দিনের দল ছাড়েননি। স্বাভাবিকভাবেই পঞ্চায়েত ভোটেও ঝাঁপিয়ে পড়েছেন। বানিয়েছেন অভিনব হেয়ারস্টাইল। মাথার পিছনে চুলের ছাট দিয়েছেন সিপিএমের প্রতীকের আদলে। অর্থাৎ কাস্তে-হাতুড়ি। তা আবার লাল রং করেছেন। উপরে চুলেই লেখা সিপিএম।
[আরও পড়ুন: নির্বাচনী বিধি লঙ্ঘন করে প্রার্থী সিভিক ভলান্টিয়ার! রিপোর্ট তলব বিচারপতি সিনহার]
কিন্তু কেমন এই হেয়ারস্টাইল? ভুবন জানিয়েছেন, দল জিতুক। আবার ক্ষমতায় ফিরে আসুক সেটাই চান তিনি। কারণ, তাঁর দল শ্রমিকের জন্য ভাবে। তাই দলের প্রচারের জন্যই নিজের মতো করে এই উপায় খুঁজে বের করেছেন ভুবন। তিনি নিশ্চিত, শান্তিপূর্ণ ভোট হলে ভাল আসন পাবে বামেরা। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল গোবরডাঙার ভুবন। পাড়াপড়শিরাও ঘুরে দেখছেন ভুবনের হেয়ারস্টাইল।