shono
Advertisement

Breaking News

Panchayat Election 2023: লক্ষ্মীবার থেকেই পুরোদমে প্রচার শুরু তৃণমূলের, জেলায় জেলায় যাচ্ছে ‘স্পেশ্যাল ৫৮’

বৃহস্পতিবার শিয়ালদহ স্টেশনে অভিনব কর্মসূচিও নিচ্ছে শাসকদল।
Posted: 09:01 PM Jun 21, 2023Updated: 09:02 PM Jun 21, 2023

কৃষ্ণকুমার দাস: লক্ষ্মীবার থেকেই পুরোদমে পঞ্চায়েত নির্বাচনের (Panchayat Election 2023) প্রচার শুরু করে দিচ্ছে তৃণমূল কংগ্রেস। গ্রামের ভোটে একেবারে তৃণমূল স্তরে পৌঁছে যেতে একাধিক কর্মসূচি নিচ্ছে রাজ্যের শাসকদল। যার প্রাথমিক ধাপে মোট ৫৮ জন ‘সুবক্তা’কে পাঠানো হচ্ছে জেলায় জেলায়। তৃণমূল (TMC) সূত্রের খবর, একেবারে বুথস্তরে সাধারণ মানুষের কাছে পৌঁছে যাওয়ার চেষ্টা করবে তৃণমূলের এই ‘স্পেশ্যাল ৫৮’।

Advertisement

সদ্যই ‘তৃণমূলে নবজোয়ার’ কর্মসূচি শেষ করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। অনেকটা সেই নবজোয়ার কর্মসূচির ধাঁচেই জেলায় জেলায় গিয়ে জনসংযোগ করবেন রাজ্যের নেতারা। এই ৫৮ জন নেতাও অভিষেকের ধাঁচে গ্রামে গ্রামে গিয়ে ছোট ছোট পথসভা, চায়ের আড্ডা, বাড়ি বাড়ি গিয়ে জনসংযোগের মতো কর্মসূচি নেবেন। প্রয়োজনে বিভিন্ন ধর্মের ধর্মস্থানেও যাবেন দলের নেতারা। যদি প্রয়োজন পড়ে জেলায় বড় জনসভাও করতে পারেন তাঁরা।

[আরও পড়ুন: ওয়েস্ট ব্যাঙ্কে হামাস জঙ্গির গুলিতে নিহত ৪, বদলার আগুনে জ্বলছে ইজরায়েল]

তৃণমূল সূত্রের খবর, এই প্রচারসূচি হবে দুই পর্যায়ে। প্রথম পর্যায়ে ২২ থেকে ২৮ জুন পর্যন্ত কর্মসূচি চলবে। যাতে বিভিন্ন জেলায় যাবেন রাজ্যের নেতারা। প্রথম পর্যায়ে মূলত দক্ষিণবঙ্গের ১৬টি জেলা বাছা হয়েছে। তবে তালিকায় জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুরের মতো জেলাও রয়েছে। হেভিওয়েট নেতাদের মধ্যে কুণাল ঘোষ যাবেন পূর্ব মেদিনীপুর। ফিরহাদ হাকিম যাবেন মুর্শিদাবাদ, মালদহে, অরূপ বিশ্বাস যাবেন জলপাইগুড়ি। মলয় ঘটক, স্নেহাশিস চক্রবর্তীরাও যাবেন বিভিন্ন জেলায়। পরবর্তীকালে এই নেতাদেরই অন্য জেলায় পাঠানো হবে। পঞ্চায়েতের প্রচারে মূলত দুটি হাতিয়ার নিয়ে এগোতে চাইছে তৃণমূল। এক, কেন্দ্রীয় বঞ্চনা। সাধারণ মানুষের সামনে তুলে ধরা হবে, কীভাবে রাজ্য বহুক্ষেত্রে প্রথম স্থান অধিকার করা সত্ত্বেও রাজ্যকে বঞ্চিত করা হচ্ছে। দুই, বঞ্চনা সত্ত্বেও রাজ্যের বিভিন্ন প্রকল্প। তৃণমূল নেতারা মানুষকে বোঝাবেন কীভাবে কেন্দ্রের আর্থিক অবরোধ সত্ত্বেও বিভিন্ন জনসেবামূলক প্রকল্প চালিয়ে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

[আরও পড়ুন: হাতিয়ার মাস্কের মন্তব্য, ‘টুল কিট গ্যাং’কে একহাত নিল বিজেপি]

এছাড়াও বৃহস্পতিবার থেকে আরেকটি প্রচার কর্মসূচি শুরু করছে তৃণমূল কংগ্রেস। ‘গ্রামের পাশে মহানগর’। অভিনব এই কর্মসূচিতে শহরতলীর বিভিন্ন পঞ্চায়েত এলাকা থেকে আসা সাধারণ নাগরিকদের কাছে দলের বার্তা পৌঁছে দিয়ে চায় শাসকদল। আমজনতার কাছে দলীয় বার্তা পৌঁছে দিয়ে হাওড়া এবং শিয়ালদহে জনসভা করবে তৃণমূল। বৃহস্পতিবার শিয়ালদহে এই কর্মসূচিতে উপস্থিত থাকবেন অভিনেতা বিধায়ক সোহম চক্রবর্তী, দলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ, রাজ্যের মন্ত্রী শশী পাঁজা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement