সংবাদ প্রতিদিন ব্যুরো: পঞ্চায়েত ভোটের (Panchayat Election) আগের রাতভর রাজনৈতিক অশান্তি বিভিন্ন জেলায়। বিশেষত মুর্শিদাবাদ (Murshidabad)জেলায় হিংসার যেন অন্ত নেই। শুক্রবার রাতেও রেজিনগর, বেলডাঙায় মৃত্যু হল দুই তৃণমূল কর্মীর। সকালে ভোট শুরুর আগে আরও ২ জন প্রাণ হারিয়েছেন। এছাড়া গুলি, বোমাবাজিতে আহত আরও বেশ কয়েকজন। সবমিলিয়ে, ভোট পূর্ববর্তী সময়ে মুর্শিদাবাদ জেলাতেই রাজনৈতিক সংঘর্ষে প্রায় ১০ জনের মৃত্যুর খবর মিলেছে।
বেলডাঙার পর শুক্রবার রাতে রেজিনগরেও (Rejinagar) দু’পক্ষের গন্ডগোলে নিহত হন এক তৃণমুল কর্মী। মৃতের নাম ইয়াসিন শেখ। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের রেজিনগর থানার তেঘড়ি নাজিরপুর উত্তরপাড়া এলাকায়। ঘটনাস্থলে রাতেই বিশাল পুলিশ বাহিনী পৌঁছয়। নিহত ওই ব্যক্তি স্থানীয় তৃণমূল (TMC) প্রার্থী কবিতা বিবির আত্মীয়। অভিযোগ, গভীর রাত্রে ওই এলাকায় ব্যাপক বোমাবাজি হয়। বাড়ির ছাদ থেকে বোমা ছোঁড়া হয়। সেই বোমা ফেটেই নিহত হন ইয়াসিন শেখ।
[আরও পড়ুন: ভোটকর্মীদের সামনেই সিপিএম ও তৃণমূলের সংঘর্ষ, রণক্ষেত্র আউশগ্রাম]
শনিবার সকালে খড়গ্রামের (Khargram) এক তৃণমূল কর্মীকে কুপিয়ে খুনের অভিযোগ উঠল। জানা যাচ্ছে, মৃতের নাম সহুউদ্দিন শেখ। অভিযোগ, ভোর চারটে নাগাদ মাড়গ্রাম এলাকায় কংগ্রেস কর্মী তাঁর উপর হামলা চালায়, এলোপাথাড়ি কোপাতে থাকে। রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত ঘোষণা করা হয়েছে। অভিযুক্ত মফিজুল নামে কংগ্রেস কর্মী।
[আরও পড়ুন: যাত্রীর ছদ্মবেশে বাসে হানা কলকাতা পুলিশের, হাতেনাতে গ্রেপ্তার কুখ্যাত ল্যাপটপ চোর!]
অন্যদিকে, ভোট শুরুর আগে শনিবার সকালেই ডোমকলের (Domkal) ৮ নম্বর রায়পুর অঞ্চলের কুপিলা বিশ্বাসপাড়ায় চলে গুলি। জখম হন সোহেল রানা ও আমরুল বিশ্বাস নামে দুই তৃণমূল কর্মী। জোট কর্মী, সমর্থকদের বিরুদ্ধে অভিযোগ। সামসেরগঞ্জের ঘনশ্যামপুর গ্রামে গুলিবিদ্ধ হলেন এক মহিলা।
রেবিনা বিবি নামে ওই মহিলার বুকে ও হাতে গুলি লেগেছে। তাঁকে আশঙ্কাজনক অবস্থায় মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভরতি করা হয়েছে। সামশেরগঞ্জ থানার গুলিবিদ্ধ ওই মহিলা সিপিএম সমর্থক বলে দাবি। তৃণমূলের দুষ্কৃতীরা ওই ঘটনায় জড়িত বলে দাবি জেলার সিপিএম নেতৃত্বের।