shono
Advertisement

Breaking News

Panchayat Election: ‘স্পর্শকাতর বুথের তালিকাই পাইনি’, অশান্তির ভোটের পর সাফাই বিএসএফ অধিকর্তার

বাহিনী পাঠানোর সময়ের কথা উল্লেখ করে পালটা যুক্তি কমিশনের।
Posted: 02:18 PM Jul 09, 2023Updated: 02:28 PM Jul 09, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দিনভর লাগাতার অশান্তি, হিংসা, প্রাণহানির মধ্যে দিয়ে শনিবার রাজ্যে শেষ হয়েছে পঞ্চায়েত ভোট (Panchayat Election)। যেসব বুথে অশান্তি হয়েছে, সেখানে কোথাও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের বিশেষ দেখা যায়নি। এমনিই বাহিনী মোতায়েন নিয়ে যথেষ্ট সংঘাতের পরিস্থিতি তৈরি হয়েছিল নোডাল অফিসার তথা বিএসএফ (BSF), ডিজির সঙ্গে রাজ্য নির্বাচন কমিশনারের মধ্যে। রবিবার বিএসএফের তরফে দাবি করা হল তাঁরা স্পর্শকাতর, অতি স্পর্শকাতর বুথের তালিকাই পাননি। যা হাতে পেলে বাহিনী মোতায়েনের কাজ অনেকটা সহজ হতো। যদিও এই দাবির পালটাও দিয়েছে কমিশন। ফলে নির্বাচনের পরও কমিশনের সঙ্গে কার্যত স্বরাষ্ট্রমন্ত্রকের চাপানউতোর জারি রইল।

Advertisement

[আরও পড়ুন: নরকের দ্বার সুদান! আকাশপথে হামলায় অন্তত ২২ জনের মৃত্যু]

শনিবার ভোটের আগে শুক্রবার রাত পর্যন্তও বিভিন্ন জেলায় জেলায় কেন্দ্রীয় বাহিনীর (Central Force) জওয়ানরা ঠিকমতো পৌঁছতে পারেননি। তার অন্যতম কারণ, কমিশনের দাবিমতো পর্যাপ্ত বাহিনী শেষ মুহূর্তে পাঠানো হয়েছে কেন্দ্রের তরফে। লে, অরুণাচলের মতো জায়গা থেকে জওয়ানদের তড়িঘড়ি উড়িয়ে আনার পরও সঠিক বুথে মোতায়েন করা সম্ভব হয়নি। আর হিংসা, হানাহানি চলেছে দিনভর। আর এসবের পর বিএসএফ, ডিআইজি (ইস্টার্ন কমান্ড) এসএস গুলেরিয়ার দাবি, তারা স্পর্শকাতর বুথের তালিকা পাওয়া যায়নি বলে ঠিকমতো জওয়ান মোতায়েন করা যায়নি। নাহলে যেসব বুথে বিএসএফ, সিএপিএফ ছিল, সেখানে শান্তিপূর্ণভাবেই ভোট হয়েছে।

এ বিষয়ে রাজ্য নির্বাচন কমিশনারের যুক্তি, কেন্দ্রীয় বাহিনীকে বলা হয়েছিল, রাজ্যে পা রাখার পর জেলার নোডাল অফিসারদের যোগাযোগ করে স্পর্শকাতর বুথের তালিকা নিয়ে নিতে। কিন্তু সময়াভাবে তাঁরা করতে পারেননি। কারণ, কমিশনের চাওয়ামতো ৮০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এসেছে অনেক দেরিতে। এতে কমিশনের কোনও দায় নেই।

[আরও পড়ুন: ‘বাহিনী ব্যবহার হয়নি বলেই এত খুন’, দিলীপের নিশানায় কমিশন, পালটা দিলেন কুণাল ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup ছাঁদনাতলা toolbarvideo শোনো toolbarshorts রোববার