shono
Advertisement

Panchayat Poll 2023: অধীর চৌধুরীর আরজি খারিজ, একদফাতেই হবে পঞ্চায়েত ভোট, জানাল হাই কোর্ট

এ বিষয়ে এখনও কংগ্রেসের প্রতিক্রিয়া মেলেনি।
Posted: 12:13 PM Jul 05, 2023Updated: 01:47 PM Jul 05, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পঞ্চায়েত ভোটে(Panchayat Poll 2023) দফা বাড়ানোর আরজি নিয়ে হাই কোর্টে গিয়েছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী। সেই আরজি খারিজ করে দিল আদালত। জানানো হয়েছে, পর্যাপ্ত বাহিনী পাচ্ছে রাজ্য। ফলে দফা বাড়ানোর প্রয়োজন নেই।  অর্থাৎ একদফাতেই হচ্ছে পঞ্চায়েত ভোট। 

Advertisement

রাজ্য নির্বাচন কমিশনার ভোটের দিনক্ষণ ঘোষণার পর থেকেই তা নিয়ে একাধিক সংশয় তৈরি হয়েছিল। প্রথম পর্যায়ে কেন্দ্রীয় বাহিনী ছাড়াই ভোট করাতে চেয়েছিল রাজ্য। জল গড়িয়েছিল আদালতে। পরবর্তীতে কার্যত কেন্দ্রীয় বাহিনী চাইতে বাধ্য হয় কমিশন। সেখানেও প্রথমে নামমাত্র বাহিনী চাওয়া হয়। পরবর্তীতে চাপে পড়ে কেন্দ্রের কাছে মোট ৮২২ কোম্পানী বাহিনী চায় নির্বাচন কমিশন। এদিকে একদফায় ভোট নিয়েও আপত্তি ছিল বিরোধীদের। দফা বাড়ানোর আরজি নিয়ে আদালতে গিয়েছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী। বুধবার ছিল সেই মামলার শুনানি। 

[আরও পড়ুন: জোগানে ঘাটতি, সবজির পর মাছও অগ্নিমূল্য বাজারে, নজরদারি টাস্ক ফোর্সের]

অধীররঞ্জন চৌধুরীর আরজি খারিজ করে দিল আদালত। এদিন হাই কোর্টের তরফে বলা হয়েছে, ৮২২ কোম্পানি বাহিনীই পাচ্ছে রাজ্য। সেই কারণে আর এক দফা ভোটে কোনও সমস্যা থাকছে না। তাই একদিনেই হবে ভোট। এ বিষয়ে এখনও কংগ্রেসের প্রতিক্রিয়া মেলেনি।

[আরও পড়ুন: ‘কেন্দ্রীয় বাহিনী কাজ করবে রাজ্য পুলিশের অধীনে’, ‘নিয়ম’ জানালেন মুখ্যমন্ত্রী]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement