shono
Advertisement

Panchayat Poll 2023: ভোট অশান্তিতে ‘ক্ষতিগ্রস্ত’ ভোটকর্মীরা পাবেন ক্ষতিপূরণ, জানাল কমিশন

ভোট নিয়ে উত্তাল বাংলা।
Posted: 10:03 AM Jul 09, 2023Updated: 10:03 AM Jul 09, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পঞ্চায়েত ভোটকে কেন্দ্র করে শনিবার কার্যত রণক্ষেত্রের চেহারা নিয়েছিল গোটা বাংলা। অনেক জায়গায় আক্রান্ত হয়েছেন ভোট কর্মীরা। ক্ষতিগ্রস্ত সেই ভোট কর্মীদের ক্ষতিপূরণের আশ্বাস দিল কমিশন।

Advertisement

এবছর পঞ্চায়েত ভোটের দিনক্ষণ ঘোষণার পর থেকেই অশান্ত গোটা বাংলা। প্রায় প্রতিদিনই বিভিন্ন এলাকা থেকে অশান্তির খবর এসেছে। তবে শনিবার অর্থাৎ ভোটের দিন কার্যত মৃত্যু মিছিল দেখা গিয়েছে। সূত্র মারফত পাওয়া খবর অনুযায়ী, একদিনে রাজনৈতিক হিংসায় প্রাণ গিয়েছে ১৯ জনের। জেলায় জেলায় সংঘর্ষ, হাতাহাতি চলছে। কোথাও বুথের ভিতর ভাঙচুর চলছে। কোথাও ব্যালট নিয়ে দৌড়ে পালাতে দেখা গিয়েছে রাজনৈতিক দলের কর্মীদের। এই ভোট অশান্তির জেরে আহত হয়েছেন একাধিক ভোট কর্মী। কেউ বুথে বসে কেঁদে ফেলেছেন। কেউ বুথ ছেড়ে পালিয়েছে। সব মিলিয়ে পঞ্চায়েত ভোটে রাজ্যজুড়ে বিশ্ঙ্খলার ছবি প্রকাশ্যে এসেছে। এখনও আতঙ্কে আমজনতা।

[আরও পড়ুন: রক্তস্নাত পঞ্চায়েতে শাসকের ভোটে থাবা বসাতে পারবে বিরোধীরা? কী বলছে বুথ ফেরত সমীক্ষা?]

এই পরিস্থিতিতে আহত বা ক্ষতিগ্রস্ত ভোট কর্মীদের ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছে কমিশন। প্রসঙ্গত, বিরোধীদের সুরে সুর মিলিয়ে ভোট অশান্তি নিয়ে রাজ‌্য নির্বাচন কমিশনার রাজীব সিনহার (Rajiva Sinha) বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুন ও আদালত অবমাননার অভিযোগ তুলে আদালতে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছে সরকারি কর্মীদের সংগঠন যৌথ সংগ্রামী মঞ্চ। শনিবার বিকেল চারটে নাগাদ নির্বাচন কমিশনের অফিসে যান প্রতিনিধিরা। ডেপুটেশন দেন। তারপরই আইনি লড়াইয়ের সিদ্ধান্তের কথা জানান মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ। পাশাপাশি ভোট হিংসার অভিযোগ তুলে মহানগরের পথে প্রতিবাদ মিছিলের কথাও ঘোষণা করেন। 

[আরও পড়ুন: ‘যা করণীয়, তাই করব’, দিনভর পঞ্চায়েত ভোট পরিদর্শন শেষে বললেন রাজ্যপাল]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement