বিক্রম রায়, কোচবিহার: পঞ্চায়েত ভোটকে (Panchayat Poll) কেন্দ্র করে রণক্ষেত্রে গোটা বাংলা। ভোটের আগের আগের রাতেও কোচবিহারে প্রাণ গেল এক তৃণমূল কর্মীর। অভিযোগ, ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করা হয়েছে তাঁকে। আহত আরও এক। অভিযোগের তির বিজেপির দিকে। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য এলাকায়।
জানা গিয়েছে, শুক্রবার গভীর রাতে কোচবিহার জেলার তুফানগঞ্জ ২ নম্বর ব্লকের রামপুর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের ছাটবলগার ৬৮ নম্বর বুথে কাজ সেরে ফিরছিলেন ২ তৃণমূল কর্মী। অভিযোগ, রাতের অন্ধকারে তাঁদের ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়। রক্তাক্ত অবস্থায় রাস্তায় লুটিয়ে পড়েন গণেশ দাস ও কানু দাস নামে দুজন। ঘটনাস্থলেই মৃত্যু হয় গণেশের। আলিপুরদুয়ারের কামাখ্যাগুড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে কানু দাসকে।
[আরও পড়ুন:নির্বাচনের আগের দিনই বিপত্তি! ভোটকর্মীকে সাপের ছোবল, তীব্র চাঞ্চল্য পুরুলিয়ায় ]
পঞ্চায়েত ভোটকে কেন্দ্র করে গত কয়েকদিন ধরেই কার্যত বোমা বারুদের স্তূপে পরিণত হয়েছিল রাজ্য। প্রায় প্রতিদিনই অশান্তির ঘটনা ঘটেছে। একাধিক মৃত্যুর ঘটনা ঘটেছে। ভোটের সকালে অশান্তি আরও বৃহৎ আকার নিয়েছে। মুর্শিদাবাদের রেজিনগর ও খড়গ্রামে মৃত্যু হয়েছে এক তৃণমূল ও এক কংগ্রেস কর্মীর, খড়গ্রামে গুলিতে মৃত ১। কদম্বগাছিতে খুন করা হয়েছে এক নির্দল সমর্থককে। এছাড়ায় বুথে বুথে চলছে অশান্তি। সব মিলিয়ে উত্তপ্ত রাজ্য।