নব্য়েন্দু হাজরা: ভোটপ্রচার ও পঞ্চায়েত নির্বাচনের (Panchayat Poll) দিন গাড়ি ব্যবহার নিয়ে কড়া নির্দেশিকা কমিশনের। জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি ও গ্রাম পঞ্চায়েত স্তরের প্রার্থীদের জন্য জারি হয়েছে আলাদা-আলাদা নির্দেশিকা। কেউ চারচাকা ব্যবহার করতে পারবেন তো কেউ শুধু দু’চাকা। প্রচারেও কোন প্রার্থী ক’টা গাড়ি ব্যবহার করতে পারবে তা বেঁধে দিয়েছে কমিশন।
Advertisement
- নির্বাচন প্রচারে জেলা পরিষদের প্রার্থী বা তাঁর নির্বাচনী প্রতিনিধি একটি মাত্র চারচাকা ব্যবহার করতে পারবেন। তবে রিটার্নিং অফিসারের অনুমতি পেলে তবেই ব্যবহার করতে পারবেন গাড়ি।
- পঞ্চায়েত সমিতি ও গ্রাম পঞ্চায়েত স্তরের প্রার্থীরা চারচাকা ব্যবহার করতে পারবেন না।
[আরও পড়ুন: ওয়াগনার বাহিনীর তাড়া খেয়ে দেশ ছেড়ে পালালেন পুতিন? গৃহযুদ্ধের আবহে জল্পনা তুঙ্গে]
- শুধুমাত্র দু’চাকা অর্থাৎ সাইকেল-বাইক-স্কুটার বা তিনচাকা অর্থাৎ অটো বা টোটো ব্যবহার করতে পারবেন। রিটার্নিং অফিসারকে গাড়ির নম্বর জমা করতে হবে আগে।
- ভোটে অংশ নেওয়া রাজনৈতিক দলগুলি জেলার প্রতি সাব ডিভিশনের জন্য একটি করে গাড়ি ব্যবহার করতে পারেন। গোটা জেলার জন্য অতিরিক্ত একটি গাড়ি ব্যবহার করতে পারবে।
- রোড শোয়ে সর্বোচ্চ চারটি গাড়ি ব্যবহার করা যাবে।
- বাইক র্যালির অনুমতি নেই।
[আরও পড়ুন: ‘প্রেম বন্ধ করা যাবে না’, প্রেসিডেন্সিতে ‘ভালবাসায় বাধা’ বিতর্কে পড়ুয়াদের পাশে মদন মিত্র]
ভোটের দিনেও গাড়ি ব্যবহারের এই নির্দেশিকা বহাল থাকবে। তবে নির্বাচনের সময় একসঙ্গে দুইয়ের বেশি দু’চাকা, তিন চাকা বা চার চাকা ব্যবহারের অনুমতি নেই। নিয়ম ভাঙলে প্রার্থীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়ে রেখেছে কমিশন।