shono
Advertisement

Panchayat Election: পঞ্চায়েত ভোটে ফের ঝরল রক্ত, দিনহাটায় গুলিবিদ্ধ অন্তত ৩

ঘটনাস্থলে পৌঁছল বিশাল পুলিশ বাহিনী।
Posted: 11:25 PM Jul 06, 2023Updated: 08:20 AM Jul 07, 2023

বিক্রম রায়, কোচবিহার: পঞ্চায়েত ভোটে ফের ঝরল রক্ত। দিনহাটার কালমাটিতে গুলিবিদ্ধ ৩। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছল বিশাল পুলিশ বাহিনী।

Advertisement

জানা গিয়েছে, বৃহস্পতিবার নির্বাচনী হিংসায় উত্তপ্ত হয়ে ওঠে দিনহাটার কালমাটি এলাকা। খণ্ডযুদ্ধ বাধে বিজেপি ও তৃণমূল কর্মীদের মধ্যে। চলে গুলিও। সূত্রের খবর, শেষলগ্নে প্রচার সেরে বাড়ি ফিরছিলেন গেরুয়া শিবিরের লোকজন। অভিযোগ, তখনই তাঁদের উপর হামলা হয়। এই ঘটনায় অন্তত তিনজন বিজেপি কর্মী গুলিবিদ্ধ হয়েছেন। এক হামলাকারীকে আটক করেছে জনতা।    

[আরও পড়ুল: ভোটপ্রচারে শেষ মুহূর্তে চমক শাসকদলের, নন্দীগ্রামে পথসভা পর্দার মমতার]

উল্লেখ্য, পঞ্চায়েত নির্বাচনে (Panchayat Election) এপর্যন্ত হিংসার বলি হয়ে প্রাণ হারিয়েছেন ১৮ জন। আজই দক্ষিণ ২৪ পরগনার কুলপির দৌলতপুরে মৃত্য হয়েছে এক কংগ্রেস কর্মীর। অভিযোগের তির তৃণমূলের দিকে। যদিও অভিযোগ অস্বীকার করেছে ঘাসফুল শিবির। গত সোমবার ওই কংগ্রেস কর্মী ভোটপ্রচারে বেরোন। অভিযোগ, সেই সময় তাঁর উপর তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা হামলা চালায়। বেধড়ক মারধর করা হয় বলেও অভিযোগ। তাতেই গুরুতর জখম হন তিনি।

ওই কংগ্রেস কর্মীকে প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে তাঁর অবস্থা আশঙ্কাজনক হয়। ওই কংগ্রেস কর্মীকে কলকাতার এক বেসরকারি হাসপাতালে ভরতি করা হয়। বৃহস্পতিবার ওই বেসরকারি হাসপাতালেই প্রাণ যায় তাঁর। আলফাজের মৃত্যুর ফলে ভোট হিংসায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৮।

[আরও পড়ুল: পঞ্চায়েত ভোটে ‘বাক্স বদল’ রুখবে প্রযুক্তি, ‘ভোট লুট’ থামাতে নতুন উদ্যোগ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup রাজধানী এক্সপ্রেস toolbarvideo ISL10 toolbarshorts রোববার