সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহার যোগদান পত্র বা জয়েনিং লেটার (Joining letter) রাজ্যপাল ফেরত পাঠিয়েছেন, এ নিয়ে রাজভবন ও রাজ্য সরকারের টানাপোড়েনের মাঝে কমিশনারকে আবার তলব করলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস (C V Anand Bose)। সূত্রের খবর, রবিবার বিকেলে রাজীব সিনহাকে রাজভবনে (Rajbhaban) তলব করা হয়েছে। এর আগেও তাঁকে ডাকা হয়েছিল। তবে পঞ্চায়েত ভোটের (Panchayat Election) মনোনয়ন, স্ক্রুটিনির কাজে ব্যস্ত থাকায় তিনি যেতে পারেননি। এবার কেন্দ্রীয় বাহিনী রাজ্যে আসার পর তাদের মোতায়েন-সহ একাধিক বিষয় আলোচনার জন্য ফের রাজ্য নির্বাচন কমিশনারকে রাজভবন তলব করল বলে মনে করা হচ্ছে।
পঞ্চায়েত ভোট নিয়ে রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহার একাধিক সিদ্ধান্ত নিয়ে দ্বিমত পোষণ করেছেন রাজ্যপাল। কড়়া ভাষায় একাধিকবার আক্রমণ করেছেন। এমনকী তিনি ভরসাযোগ্য নন, এমন অভিমত দিয়ে জয়েনিং লেটারও নবান্নে ফেরত পাঠিয়েছেন বলে দাবি করেন সি ভি আনন্দ বোস। যদিও এ বিষয়ে রাজ্য সরকার বা নির্বাচন কমিশনার কিছু জানেন না বলেই দাবি। ফলে কমিশনার হিসেবে কাজ চালিয়ে যাচ্ছেন রাজীব সিনহা।
[আরও পড়ুন: ভোটপ্রচারে সর্বোচ্চ ক’টি গাড়ি ব্যবহার? কড়া নিয়ম বেঁধে দিল নির্বাচন কমিশন]
মনোনয়ন পর্বে কোথাও কোথাও অশান্তি, প্রাণহানির ঘটনা নিয়ে আলোচনার জন্য এর আগেও রাজীব সিনহার ডাক পড়েছিল রাজভবনে। তবে তিনি কাজে ব্যস্ত বলে যেতে পারছেন না বলে জানিয়ে দিয়েছিলেন। শনিবার রাতে ফের তাঁকে তলব করলেন সি ভি আনন্দ বোস। সূত্রের খবর, রবিবার বিকেল সাড়ে ৫টা নাগাদ রাজভবনে যেতে হবে রাজ্য নির্বাচন কমিশনারকে। গুরুত্বপূর্ণ আলোচনার জন্য় ডাকা হয়েছে তাঁকে। এবার কি রাজ্যপালের সঙ্গে ভোট নিয়ে আলোচনার টেবিলে যাবেন নির্বাচন কমিশনার? নাকি এড়িয়ে যাবেন? সেটাই বড় প্রশ্ন।