সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ট্রেনে ধূমপানও নিষেধ। ধরা পড়লে আইনানুগ ব্যবস্থাও নিতে পারে রেল। সেই ট্রেনেই কিনা এলপিজি গ্যাস সিলিন্ডার কাজে লাগিয়ে হল রান্নাবান্না। পুণে-হাওড়া আজাদ হিন্দ এক্সপ্রেসের এই ঘটনায় কার্যত হতবাক সকলে। নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে এই কাজের জেরে প্যান্ট্রি কার ম্যানেজারকে গ্রেপ্তার করা হয়েছে।
রেল পুলিশের কাছে অভিযোগ আসে পুণে-হাওড়া আজাদ হিন্দ এক্সপ্রেসে এলপিজি গ্যাস সিলিন্ডার কাজে লাগিয়ে রান্নাবান্না হয়েছে। গত শুক্রবার এই অভিযোগ পায় রেল কর্তৃপক্ষ। এরপরই শুরু হয় তদন্ত। রেল পুলিশের তরফে ওই এক্সপ্রেসের প্যান্ট্রি কার ম্যানেজারকে দোষী সাব্যস্ত করে। শনিবার তাকে গ্রেপ্তারও করা হয়।
[আরও পড়ুন: CPM পরিবারের ছেলে থেকে প্রভাবশালী TMC নেতা, ‘পরোপকারী’ কুন্তলের গ্রেপ্তারি মানতে পারছে না প্রতিবেশীরা]
রেল সূত্রে খবর, ধৃত প্যান্ট্রি কার ম্যানেজার মধ্যপ্রদেশের বাসিন্দা। তিনি ভারতীয় রেলের নির্দিষ্ট নিয়ম লঙ্ঘন করায় গ্রেপ্তারির সিদ্ধান্ত। গ্রেপ্তারির পরই নড়েচড়ে বসে ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন বা আইআরসিটিসি। ট্রেনে রান্নাবান্নার জন্য যাতে এলপিজি সিলিন্ডার কাজে না লাগানো হয়, সে বিষয়ে প্রত্যেক দূরপাল্লার ট্রেনের প্যান্ট্রি কার কর্তৃপক্ষকে সতর্ক করা হয়েছে। পুণে-হাওড়া আজাদ হিন্দ এক্সপ্রেসের এই ঘটনায় স্বাভাবিকভাবেই তাজ্জব সকলে। ট্রেনে রান্নাবান্না করতে গিয়ে বড়সড় কোনও বিপদও হতে পারত বলেও মনে করছেন অনেকেই।