shono
Advertisement

Breaking News

আলিয়ার সামনে রণবীরের রূপের প্রশংসা! হিংসায় জ্বলে কী করলেন ‘কাপুর বধূ’?

'রণবীরকে দারুণ লাগছে দেখতে', শুনেই যা বললেন আলিয়া...
Posted: 02:53 PM Jun 22, 2023Updated: 02:54 PM Jun 22, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ব্রাজিল থেকে ফিরেই স্বামী রণবীর কাপুরের সঙ্গে দুবাই ট্যুরে চললেন আলিয়া ভাট। বৃহস্পতিবার সাতসকালে মুম্বই বিমানবন্দরে দেখা গেল কাপুরদম্পতিকে। সেখানে রণবীরের ক্লিন সেভ লুকে পাপ্পারাজিরা একেবারে ‘ক্লিন বোল্ড’ হয়ে গেলেও আলিয়াকে খুব একটা গুরুত্ব দিলেন না তাঁরা। তাই স্বামীর পাশে দাঁড়িয়ে পালটা কথা শোনাতেও ছাড়লেন না অভিনেত্রী।

Advertisement

বৃহস্পতিবার দুবাই যাওয়ার আগে মুম্বই বিমানবন্দরে রণবীর-আলিয়াকে ঘিরে ধরল পাপ্পারাজিরা। যেখানে ক্লিন সেভ চেহারায় নতুন লুকে ছক্কা হাঁকালেন রণবীর। অভিনেতাকে খুল্লামখুল্লা প্রশংসাও করলেন উপস্থিত পাপ্পারাজিরা। ভাইরাল ভিডিওতে দেখা গেল, আলিয়ার কাঁধে হাত দিয়ে রণবীর ক্যামেরার সামনে পোজ দিতেই ফটোশিকারিরা চিৎকার করে বললেন- ‘দারুণ লুক!’ প্রত্যুত্তরে আলিয়ার প্রশ্ন, ‘কারটা?’ এরপরই পাপ্পারাজিরা যখন রণবীরের নাম নিলেন, তখন কাপুর বধূ কোনওরকম রেয়াত না করেই তাঁদের উদ্দেশে প্রশ্ন ছুঁড়লেন- ‘আর আমাকে কেমন লাগছে?’

[আরও পড়ুন: মাদকে আসক্ত শ্রুতি হাসান? প্রশ্ন উঠতেই সপাট জবাব অভিনেত্রীর]

রণবীর-আলিয়ার সেই মিষ্টি ভিডিওই বর্তমানে নেটপাড়ায় ভাইরাল। অনুরাগীদের কেউ বলছেন, ‘আলিয়াকে তো একেবারে বাচ্চা লাগছে দেখতে।’ কারও বা আবার মন্তব্য, ‘একসঙ্গে আপনাদের দারুণ মানিয়েছে।’ কেউ বলছেন, ‘অনেকবাদে দুজনে একসঙ্গে ছুটিতে যাচ্ছেন।’

[আরও পড়ুন: বিতর্কে ডুবেছে ব্যবসা, মাত্র ১৫০ টাকায় টিকিট দিয়ে ড্যামেজ কন্ট্রোল ‘আদিপুরুষ’ টিমের]

উল্লেখ্য, সদ্য নেটফ্লিক্সের ‘তুড়ুম’ অনুষ্ঠান শেষ করে ব্রাজিল থেকে মুম্বইতে ফিরেছেন আলিয়া ভাট। এবার খুদে রাহাকে বাড়িতে রেখে স্বামী-স্ত্রী চললেন দুবাইতে ছুটি কাটাতে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement